ভোটের মুখে চমক, ১০০ দিনের খতিয়ান তুলে ধরলেন অমিত শাহ

একাধিক রাজ্যে বিধানসভা ভোটের আগে জোরদার চমক দিল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর তৃতীয় মেয়াদের ১০০ দিন পূর্ণ করেছেন। আর এই নিয়ে আজ মঙ্গলবার ১০০…

amit shah

short-samachar

একাধিক রাজ্যে বিধানসভা ভোটের আগে জোরদার চমক দিল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর তৃতীয় মেয়াদের ১০০ দিন পূর্ণ করেছেন। আর এই নিয়ে আজ মঙ্গলবার ১০০ দিনের রিপোর্ট কার্ড পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মোদী সরকারের তৃতীয় দফার প্রথম ১০০ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন, “আমি গর্বের সঙ্গে বলতে পারি যে ভারত বিশ্বের উৎপাদন কেন্দ্র হয়ে উঠেছে … বিশ্বের অনেক দেশ আমাদের ডিজিটাল ইন্ডিয়া অভিযানকে বুঝতে চায় এবং এটিকে তাদের উন্নয়নের ভিত্তি হিসাবে তৈরি করতে চায়। আমরা শৃঙ্খলা এনেছি এবং অর্থনীতির ১৩ টি স্থিতিমাপকাঠিতে অগ্রগতি করেছি।”

   

তিনি আরও বলেন, ‘সমগ্র বিশ্ব স্বীকার করছে যে মহাকাশ ক্ষেত্রে ভারতের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। স্বাধীনতার পর প্রথমবার বিশ্ব এমন একটি সরকারকে দেখল যে ভারতের বিদেশনীতিতে মেরুদণ্ড রয়েছে। ৬০ কোটি ভারতীয় পেয়েছেন ঘর, শৌচাগার, গ্যাস, পানীয় জল, বিদ্যুৎ, বিনামূল্যে ৫ কেজি রেশন এবং ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা।’

অমিত শাহ বলেন, ‘৬০ বছর পর প্রথমবারের মতো দেশে রাজনৈতিক স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে এবং আমরা নীতির ধারাবাহিকতাও অনুভব করেছি। তৃতীয় মেয়াদের ১০০ দিন পূর্ণ হচ্ছে। এই ১০০ দিনে প্রায় ১৫ লক্ষ কোটি টাকার প্রকল্প শুরু হয়েছে।’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমি এই ১০০ টি দিনকে ১৪ টি স্তম্ভে ভাগ করেছি। পরিকাঠামোর কথা বলতে গেলে, আমরা ইতিমধ্যেই ১০০ দিনের মধ্যে ৩ লক্ষ কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছি এবং বাস্তবায়নও শুরু হয়েছে। মহারাষ্ট্রের ওয়াধওয়ানে ৭৬,০০০ কোটি টাকা ব্যয়ে একটি মেগা বন্দর নির্মিত হবে, যা প্রথম দিন থেকেই বিশ্বের ১০টি প্রধান বন্দরের মধ্যে থাকবে।’