২০২৪ সালের লোকসভা ভোটকে কেন্দ্র করার সরগরম সমগ্র দেশ। ইতিমধ্যে চার দফার ভোট সম্পন্ন হয়েছে। এবার পঞ্চম দফার ভোটের জন্য কাউন্টডাউন শুরু হয়েছে। তবে এরই মাঝে লোকসভা নির্বাচনের ফলাফল কী হবে তা নিয়ে বড় দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
তিনি যা বলেছেন তা শুনে সকলেই চমকে গিয়েছেন। ইতিমধ্যে লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে শুরু করে বিজেপির একাধিক নেতা মন্ত্রী ৪০০-র বেশি আসন জিতবে বলে স্লোগান তুলেছেন। বলা হয়েছে, ‘অব কি বার ৪০০ পার।’ যদিও বিরোধীরা এই স্লোগান নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। অনেকেই বলছেন যে বিজেপি ২০০-র গণ্ডি অবধি পেরোতে পারবে কিনা সন্দেহ। এক্ষেত্রে বিজেপির প্ল্যান বি কী হবে? তা নিয়ে এবার বড়সড় মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
সম্প্রতি এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অমিত শাহ। সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়, ২৭২ এর কম যদি আসন বিজেপি পায় তাহলে কী হবে? এর জবাব অমিত শাহ বলেন, “প্ল্যান বি তখনই তৈরি করতে হবে যখন প্ল্যান এ-তে সফল হওয়ার ৬০ শতাংশেরও কম সম্ভাবনা থাকবে। আমি নিশ্চিত যে প্রধানমন্ত্রী মোদী বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবেন।”
‘Does BJP have a plan B in case it doesn’t reach the majority mark?’ HM Amit Shah answers in an interview to ANI.
“Plan B needs to be made only when there is less than 60% chance for Plan A (to succeed). I am certain that PM Modi will come to power with a thumping majority…” pic.twitter.com/TOBikuX7gm
— ANI (@ANI) May 17, 2024
“We’ve had the majority to change Constitution for last 10 yrs. Never did it…Bahumat ka durupayog ka itihas meri party ka nahi hai. Bahumat ke durupayog ka itihas Indira Gandhi ke samay Congress ne kiya: HM to ANI on BJP’s “400 paar” & speculations of change in Constitution pic.twitter.com/DX7twvcUA9
— ANI (@ANI) May 17, 2024