Amit Shah: অমিত শাহের ‘ঘর’ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের (Amit Shah) দফতর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! তুমুল চাঞ্চল্য দিল্লির নর্থ ব্লকে। দিল্লি পুলিশ বুধবার দুপুরে জানিয়েছে, নর্থ ব্লকে…

amit-shah-north-block-home-ministry-office-receives-bomb-threat-email-bomb-disposal-team-dispatched

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের (Amit Shah) দফতর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! তুমুল চাঞ্চল্য দিল্লির নর্থ ব্লকে। দিল্লি পুলিশ বুধবার দুপুরে জানিয়েছে, নর্থ ব্লকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর অফিসে বোমা রাখার কথা উল্লেখ করে একটি মেল আসে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পাঠানো হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াড। দমকলও পাঠানো হয়েছে।

কোথা থেকে ওই মেলটি এল, সেটা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে গোটা দফতরে তল্লাশি চালানো হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, তল্লাশিতে সন্দেহজনক কিছু মেলেনি। সম্প্রতি দিল্লি ও লাগোয়া বেশ কয়েকটি রাজ্যের স্কুলগুলিতেও বোমা রাখা আছে বলে ভুয়ো মেল আসে। কোনও ক্ষেত্রেই অবশ্য কিছু উদ্ধার করতে পারেনি বম্ব স্কোয়াড। 

   

৬ মে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই জাতীয় পরিস্থিতিগুলির মোকাবিলা করার জন্য প্রোটোকল এবং স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) প্রস্তুত করার সিদ্ধান্ত নেয়। স্বরাষ্ট্র সচিব দিল্লি পুলিশকে নির্দেশ দেন স্কুলগুলির সঙ্গে যোগাযোগ রাখতে, যাতে এই জাতীয় ভুয়ো আতঙ্ক তৈরি না হয়। একই সঙ্গে বলা হয়, স্কুল কর্তৃপক্ষকে ক্যাম্পাসের নিরাপত্তা, সিসিটিভি ক্যামেরা এবং নিয়মিত মেল চেক করতে হবে। 

তৃণমূলের সঙ্গে যোগসাজশ! বসিরহাটের অতিরিক্ত জেলাশাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন

প্রসঙ্গত, এপ্রিলের মাঝামাঝি স্বরাষ্ট্র মন্ত্রকের বিল্ডিংয়ে আচমকা আগুন লেগে যায়। ১৬ এপ্রিল রাইসিনা হিলসের নর্থ ব্লকে স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বিতীয় তল থেকে ধোঁয়া বেরোতে দেখেন আধিকারিকরা। তড়িঘড়ি ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা। কিছুক্ষণের মধ্যেই অবশ্য আগুন নিভিয়ে ফেলেন তাঁরা। এই অগ্নিকাণ্ডের জেরে হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ সূত্রে খবর, ওই দিন সকাল ৯টা ২২ নাগাদ স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বিতীয় তলে আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে ছিলেন না। তবে দফতরের বহু উচ্চপদস্থ কর্তা উপস্থিত ছিলেন। প্রাথমিক তদন্তে উঠে আসে, এসি থেকে প্রথমে ধোঁয়া বেরোতে দেখা যায়। সম্ভবত যান্ত্রিক গোলযোগের কারণেই এসি থেকেই আগুন লাগে।

Bird Flu: নিশ্চিন্তে মুরগির মাংস খাচ্ছেন? সাবধান, হু হু করে ছড়াচ্ছে বার্ড ফ্লু!

কয়েক মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ এলেও অগ্নিকাণ্ডের জেরে এসি ইউনিট, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং আসবাবপত্র পুড়ে যায়।