টানটান স্নায়ুর লড়াই, ২ লক্ষ ২৫ হাজার ভোটে এগিয়ে অমিত শাহ

   ২৪-এর ভোটে নতুন করে রেকর্ড গড়ার পথে অমিত শাহ বলে মনে হচ্ছে। দেশের অন্যান্য আসনের পাশাপাশি সকলের নজর রয়েছে গান্ধীনগরের ওপর। আর এই আসনেই…

  

২৪-এর ভোটে নতুন করে রেকর্ড গড়ার পথে অমিত শাহ বলে মনে হচ্ছে। দেশের অন্যান্য আসনের পাশাপাশি সকলের নজর রয়েছে গান্ধীনগরের ওপর। আর এই আসনেই চলতি লোকসভা ভোটে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছিল অমিত শাহকে। আজ ৪ জুন সকাল থেকেই ভোট গণনা শুরু হতেই একের পর এক চমকপ্রদ তথ্য উঠে আসছে। জানা যাচ্চ্ছে, ২ লক্ষ ২৫ হাজার ভোটে এগিয়ে গেলেন অমিত শাহ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের গান্ধীনগর আসনে সকাল থেকেই এগিয়ে রয়েছেন। বিজেপির হেভিওয়েট প্রার্থী ছাড়াও এই দৌড়ে রয়েছেন কংগ্রেস নেতা সোনাল প্যাটেলও। ২০১৪ সালে এই আসনটি প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডভানির দখলে ছিল এবং ১৯৯৬ সালে অটল বিহারী বাজপেয়ীর বিজয়ের সাক্ষী থেকেছে এই আসন। উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় গত ৭ মে গান্ধীনগরে ভোটগ্রহণ হয়েছিল। গান্ধীনগর আসনে বিজেপির এক দশকেরও বেশি সময় ধরে শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, যেখানে অটলবিহারী বাজপেয়ীর মতো বিশিষ্ট নেতারা জিতেছেন।

   

২০২৪ সালের লোকসভা নির্বাচনের ভোট গণনা ৫৪৩টি সংসদীয় আসনের মধ্যে ৫৪২টিতে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করতে শুরু করেছে। প্রথমে শুরু হয় পোস্টাল ব্যালট গণনা।