Amit Shah: ‘উল্টো করে ঝুলিয়ে রাখা হবে,’ ভোটের আগে হুঙ্কার অমিত শাহের

বিহার সফরে গিয়ে বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। লোকসভা ভোটের চূড়ান্ত দিনক্ষণ এখনও অবধি ঘোষিত হয়নি। যদিও তার আগে বিহার সফরে…

বিহার সফরে গিয়ে বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। লোকসভা ভোটের চূড়ান্ত দিনক্ষণ এখনও অবধি ঘোষিত হয়নি। যদিও তার আগে বিহার সফরে গিয়ে রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত করলেন শাহ।

Advertisements

আজ শনিবার এনডিএ নেতৃত্বাধীন সরকার গঠনের পর প্রথমবার বিহারে পৌঁছান অমিত শাহ। পাটনার আইসিএআর ক্যাম্পাসে কৈলাস পতি মিশ্রের মূর্তির আবরণ উন্মোচনের পর তিনি পাটনার পালিগঞ্জে পৌঁছান। এখানে তিনি ওবিসি মহাসম্মেলনে ভাষণ দেন। এসময় অমিত শাহ ঘোষণা করেন, ‘জমি মাফিয়া ও বালি মাফিয়াদের উল্টো করে ঝুলিয়ে দেওয়া হবে।’

Advertisements

অমিত শাহ বলেন, ‘মাফিয়াদের কোনওভাবে রেয়াত করা হবে না। সেই রিপোর্টের ভিত্তিতে একটি কমিটি গঠন করা হবে, জমি মাফিয়াদের জেলে ঢোকানো হবে।’ অমিত শাহ লালু-রাবড়ির পাশাপাশি কংগ্রেস শাসনের কেলেঙ্কারির কথা উল্লেখ করে বলেন, ‘এরা প্রতারক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৩ বছর ধরে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী রয়েছেন কিন্তু কেউ আমাদের নেতাকে ২৫ পয়সা কেলেঙ্কারির জন্যও অভিযুক্ত করতে পারবে না।’

পালিগঞ্জের জনসভায় অমিত শাহ ২০২৪ সালে মোদীর ঝুলিতে ৪০টি আসনের মধ্যে ৪০টি আসন রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “মোদী সবেমাত্র এসে ২ লক্ষ কোটি টাকারও বেশি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। আমি আজ বিহারের জনগণের পক্ষ থেকে বিশেষ জিনিসটির জন্য মোদীকে ধন্যবাদ জানাই।”