রাহুলের মন্তব্যে বিজেপি-তে ক্ষোভ, ক্ষমা না চাইলে বড় আন্দোলনের ডাক অমিত শাহের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) শুক্রবার বিহারে আয়োজিত একটি ‘ইন্ডিয়া’ জোটের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর প্রয়াত মাকে নিয়ে অশ্রাব্য মন্তব্যের ঘটনায় তীব্র…

Amit Shah Demands Rahul Gandhi’s Apology Over Abuses Hurled at PM Modi, His Mother During Bihar Rally

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) শুক্রবার বিহারে আয়োজিত একটি ‘ইন্ডিয়া’ জোটের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর প্রয়াত মাকে নিয়ে অশ্রাব্য মন্তব্যের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অমিত শাহ বলেন, “রাহুল গান্ধী যদি লজ্জার সামান্য বোধও রাখেন, তবে তাঁকে অবিলম্বে মোদীজিকে, তাঁর প্রয়াত মাকে এবং দেশের জনগণকে ক্ষমা চাইতে হবে। ঈশ্বর সবাইকে বুদ্ধি দিক।”

অমিত শাহর(Amit Shah) বক্তব্যে স্পষ্ট, তিনি এই ঘটনাকে শুধু রাজনৈতিক বিরোধ নয়, বরং নৈতিকতার প্রশ্ন হিসেবেই দেখছেন। তাঁর কথায়, “যা দুই দিন আগে ঘটেছে তা গোটা দেশবাসীকে ব্যথিত করেছে। মোদীজির মা সাধারণ এক পরিবারে সারা জীবন সৎভাবে থেকেছেন, সন্তানদের মূল্যবোধ শিখিয়েছেন, এবং সেই আদর্শেই আজ তাঁর ছেলে দেশের আস্থাভাজন নেতা হয়েছেন। এমন এক মহীয়সী নারীর জীবনের প্রতি কটূক্তি করা মানে গোটা ভারতবর্ষের সংস্কৃতির অপমান করা।”

   

অমিত শাহ (Amit Shah) আরও বলেন, রাজনৈতিক জীবনে বিরোধিতা থাকতেই পারে, মতভেদ গণতন্ত্রের স্বাভাবিক অঙ্গ। কিন্তু ব্যক্তিগত আক্রমণ, বিশেষত একজন প্রয়াত মহিলাকে লক্ষ্য করে অপমান করা, রাজনৈতিক শালীনতার চরম অবক্ষয়ের নিদর্শন। তাঁর মতে, দেশের মানুষ এমন মন্তব্য কোনওদিনও বরদাস্ত করবে না।

Advertisements

তিনি কংগ্রেসকে আক্রমণ করে বলেন, “এমন ভাষা প্রমাণ করছে বিরোধীরা কতটা দিশেহারা। জনগণ উন্নয়ন চায়, ইতিবাচক রাজনীতি চায়। কিন্তু বিরোধীরা অপমান, নোংরা আক্রমণ আর ভিত্তিহীন অভিযোগের রাজনীতি করছে।”

বিজেপি নেতৃত্বের দাবি, রাহুল গান্ধীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তা না হলে এই বিষয়টি জনগণের আদালতে পৌঁছবে। রাজনৈতিক মহলে জোর আলোচনা, বিহারের ঘটনার পর বিজেপি এই ইস্যুকে আরও বড় করে তুলবে এবং বিরোধীদের বিরুদ্ধে নৈতিকতার প্রশ্ন তুলবে।