দেশের লোকসভা নির্বাচন নিয়ে এবার বড় দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি জানালেন, এই নির্বাচন রাহুল গান্ধী বনাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিকে অমিত শাহের এহেন দাবি শুনে চোখ কপালে উঠেছে সকলের।
লোকসভা নির্বাচন-২০২৪ যত এগোচ্ছে, ততই আকর্ষণীয় হয়ে উঠছে। শাসক দল হোক বা বিরোধী দল, দুই তরফে ব্যাপক উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। এই পর্বে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেস এবং তার সাংসদ রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেন। তেলেঙ্গানার ভোঙ্গিরে এক নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেন, এই নির্বাচন রাহুল গান্ধী বনাম নরেন্দ্র মোদী। এই নির্বাচন ভোট ফর জিহাদ বনাম ভোট ফর উন্নয়ন।
জনগণকে উদ্দেশ্য করে অমিত শাহ বলেন, “এই নির্বাচন রাহুল গান্ধীর চীনা গ্যারান্টির বিরুদ্ধে নরেন্দ্র মোদীর ভারত গ্যারান্টির নির্বাচন। রাহুল গান্ধীর গ্যারান্টি সূর্যাস্ত পর্যন্ত স্থায়ী হয় না।” স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তেলেঙ্গানার নির্বাচনে রাহুল গান্ধী ঋণ মকুব করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু মকুব করেননি। কৃষককে প্রতি বছর ১৫ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি পূরণ হয়নি। কৃষক শ্রমিককে ১২ হাজার দেওয়ার প্রতিশ্রুতিও পূরণ হয়নি।
অমিত শাহ আরও বলেন, ‘তিনি যেখানেই যান, মোদী-মোদীর স্লোগান শোনা যায়। তেলেঙ্গানার মানুষ কমলকে নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছেন এবং তাঁর আশীর্বাদে এনডিএ ৪০০-র বেশি আসন জিতবে। তেলেঙ্গানার মানুষ ২০১৯ সালে আমাদের চারটি আসন এনে আশীর্বাদ করেছিলেন। আর এবার আমি নিশ্চিত আমরা তেলেঙ্গানায় ১০+ আসন জিততে চলেছি।”