HomeBharatBrij Bhushan Sharan Singh: যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণকে টিকিট দিল না বিজেপি

Brij Bhushan Sharan Singh: যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণকে টিকিট দিল না বিজেপি

- Advertisement -

জল্পনাই সত্যি হল! যৌন হেনস্থায় অভিযুক্ত সাংসদ ব্রিজভূষণ শরণ সিংকে (Brij Bhushan Sharan Singh) টিকিট দিল না বিজেপি। ভারতের কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণের বিরুদ্ধে কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। আদালতে সেই মামলা এখনও চলছে। তাই একপ্রকার বাধ্য হয়েই ব্রিজভূষণকে টিকিট দিল না বিজেপি। তবে উত্তরপ্রদেশের জাঠ বলয়ে ব্রিজভূষণের প্রভাব থাকায় তাঁর ছেলে করণভূষণ সিংকে টিকিট দিয়েছে গেরুয়া শিবির। 

উত্তরপ্রদেশের কাইজারগঞ্জের বিদায়ী সাংসদ ব্রিজভূষণ বিজেপিতে যোগ দেওয়ার আগে সমাজবাদী পার্টির টিকিটে লড়ে জিতেছেন। নির্দল হিসেবেও সাংসদ হয়েছেন তিনি। শুধু কাইজারগঞ্জ নয়, তার বাইরের ৭-৮টি লোকসভা কেন্দ্রেও ব্যাপক প্রভাব রয়েছে এই জাঠ নেতার। তাই এক প্রকার বাধ্য হয়েই কাইজারগঞ্জ থেকে ব্রিজভূষণের ছোট ছেলে করণভূষণ সিংকে টিকিট দিয়েছে বিজেপি। করণ বর্তমানে উত্তরপ্রদেশের কুস্তি সংস্থার প্রধান। ব্রিজভূষণের বড় ছেলে প্রতীকভূষণ সিং বিধায়ক।

   

এক নাবালিকা সহ মোট ৭ কুস্তিগির ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। তাই নিয়ে শোরগোল পড়ে যায় দেশজুড়ে। এরপরই জাতীয় কুস্তি ফেডারেশন (ডব্লিউএফআই) প্রধান ও বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দিল্লির আইকনিক যন্তর মন্তরে ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক এবং বজরং পুনিয়া সহ ভারতের শীর্ষ কুস্তিগীররা জড়ো হয়েছিলেন। তাঁদের মিছিল থেকে জোর করে গ্রেফতার করার পর আন্তর্জাতিক ক্রীড়া মহলে চাঞ্চল্য ছড়ায়। 

এদিকে যৌন নির্যাতনে অভিযুক্ত ব্রিজভূষণ অবশ্য নিজের বিরুদ্ধ ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। সব অভিযোগ খারিজ করে জানান যে একটাও প্রমাণিত হলে তিনি গলায় দড়ি দেবেন। কিন্তু ব্রিজভূষণ আদালতে নির্দোষ প্রমাণিত না হওয়ায় তাঁকে টিকিট দিল না বিজেপি। আগামী ২০ মে কাইজারগঞ্জে লোকসভা ভোট। ২৬ তারিখ থেকেই এই কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। ৩ মে, শুক্রবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার আগের দিন প্রার্থী ঘোষণা করল বিজেপি।

প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল এবং ২৬ এপ্রিল, দু’দফার ভোট ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। তৃতীয় ধাপে ৭ মে, চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular