Hijab Controvercy: ‘Y’ ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন একাধিক বিচারপতি

হিজাব ইস্যুতে সরগরম হয়ে রয়েছে কর্নাটক রাজ্য। এহেন অবস্থায় বড় সিদ্ধান্তের পথে হাঁটল কর্নাটক সরকার। হিজাবের রায়দান দেওয়া রাজ্যের প্রধান বিচারপতি-সহ তিন বিচারপতিকে রবিবার ‘ওয়াই’…

Hijab Controvercy: 'Y' ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন একাধিক বিচারপতি

হিজাব ইস্যুতে সরগরম হয়ে রয়েছে কর্নাটক রাজ্য। এহেন অবস্থায় বড় সিদ্ধান্তের পথে হাঁটল কর্নাটক সরকার। হিজাবের রায়দান দেওয়া রাজ্যের প্রধান বিচারপতি-সহ তিন বিচারপতিকে রবিবার ‘ওয়াই’ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্নাটক সরকার।

জানা গিয়েছে, হিজাব নিয়ে রায়দান দেওয়ার পরেই ক্রমাগত হুমকির পাচ্ছিলেন কয়েকজন বিচারক বলে অভিযোগ। এমনকি এই নিয়ে বেঙ্গালুরুতে এফআইআরও দায়ের হয়েছে।

   

সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই জানান, ‘যে তিন বিচারপতি হিজাবের রায় দিয়েছেন, তাঁদের প্রত্যেককেই আমরা ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি ডিজি এবং আইজিকে বিধানসৌধ পিএস-এ দায়ের করা অভিযোগটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করার নির্দেশ দিয়েছি, যেখানে কিছু লোক বিচারকদের প্রাণনাশের হুমকি দিয়েছে।’

Advertisements

সেইসঙ্গে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই মাদুরাইয়ের ঘটনার নিন্দা না করায় বিরোধীদের “ভুয়ো ধর্মনিরপেক্ষ” বলে আক্রমণ করেছেন।