তালিবানের অস্ত্র কাশ্মীরের জঙ্গিদের হাতে, আমেরিকার মদতে? উদ্বিগ্ন ভারত

আফগানিস্তানে আমেরিকার ফেলে যাওয়া অস্ত্র হাতে পেয়েছিল তালবান। সেই অস্ত্রই এবার পাকিস্তানি জঙ্গিদের হাত ঘুরে ঢুকছে কাশ্মীরে। বিগত এক মাস ধরে উপত্যকায় একের পর এক…

terrorist

আফগানিস্তানে আমেরিকার ফেলে যাওয়া অস্ত্র হাতে পেয়েছিল তালবান। সেই অস্ত্রই এবার পাকিস্তানি জঙ্গিদের হাত ঘুরে ঢুকছে কাশ্মীরে। বিগত এক মাস ধরে উপত্যকায় একের পর এক জঙ্গি হামলা চিন্তা বাড়িয়েছে সেনার। সেই বিষয় তদন্ত করতে গিয়েই সম্প্রতি এই নতুন তথ্য সামনে উঠে আসে।

সেনা সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কুপওয়ারায় নিয়ন্ত্রণরেখার কাছে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে হত দুই জঙ্গির এক জনের কাছ থেকে উদ্ধার হয়েছে স্টেয়ার এইউজি রাইফেল। আমেরিকা-সহ নেটো (NATO) গোষ্ঠীর সদস্য দেশগুলি ছাড়াও একাধিক দেশের সেনাবাহিনী এই উন্নতমানের অ্যাসল্ট রাইফেল ব্যবহার করে। কিন্তু এই অ্যাসল্ট রাইফেল কাশ্মীরের জঙ্গিদের হাতে মেলায় স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে সেনাবাহিনীর। ইতিমধ্যেই এই বিষয়ে উচ্চ পর্যায়ের সতর্কতা জারি করা হয়েছে সেনার তরফে।

   

সেনা সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে আফগানিস্তান থেকে পালানোর সময় আমেরিকান সেনারা তাঁদের বিপুল অস্ত্র ভান্ডার সহ অত্যাধুনিক হেলিকপ্টার সেদেশেই ফেলে গিয়েছিল। সেই ফেলে যাওয়া বিপুল অস্ত্রভান্ডার এখন তালিবানের হাতে। এদিকে পাক জঙ্গিরা তালিবানের মদতে সেই সব অস্ত্র ব্যবহার করে উপত্যকায় অস্থিরতা তৈরি করতে চাইছে। এমনকী আগামীদিনে এই অস্থিরতা আরও বাড়তে পারে বলে সেনার তরফে দাবি করা হয়েছে।

উপত্যকায় অস্থিরতা তৈরিতে পাক জঙ্গিদের পাশাপাশি তালিবানের এই অস্ত্র সরবরাহ দিল্লির উদ্বেগের অন্যতম কারণ। ভারতের গোয়েন্দা সংস্থাগুলির দাবি,পাক মদতপুষ্ট এই সমস্ত কাশ্মীরের জঙ্গি সংগঠনগুলি তালিবানের কাছে প্রশিক্ষিত। সুতরাং তারা ভালোভাবেই জানে কীভাবে এই অত্যাধুনিক মার্কিনি অস্ত্রগুলিকে চালাতে হবে। সম্প্রতি কাশ্মীরের পুঞ্চ হামলায় জঙ্গিদের থেকে অত্যাধুনিক মার্কিনি অস্ত্র উদ্ধার করেছে সেনা। আগামীদিনে এই ধরনের হামলা আরও হতে পারে বলেই মনে করছে স্বরাষ্ট্রমন্ত্রক।