ভারতে লাগু CAA, আচমকা উদ্বিগ্ন আমেরিকা

লোকসভা ভোটের আগে ভারতে লাগু হয়েছে সিএএ (CAA)। আর এই নিয়ে এবার উদ্বেগপ্রকাশ করল আমেরিকা। ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) প্রয়োগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র।…

লোকসভা ভোটের আগে ভারতে লাগু হয়েছে সিএএ (CAA)। আর এই নিয়ে এবার উদ্বেগপ্রকাশ করল আমেরিকা। ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) প্রয়োগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র।

Advertisements

আমেরিকা জানিয়েছে, ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন প্রয়োগের বিজ্ঞপ্তি জারি হওয়ায় তারা উদ্বিগ্ন। একই সঙ্গে আইনটি বাস্তবায়নের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বলেও জানিয়েছেন মার্কিন বিদেশ দফতরের এক মুখপাত্র ম্যাথু মিলার। তিনি বলেন, ‘নাগরিকত্ব সংশোধনী আইনের বিজ্ঞপ্তি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি কিভাবে এই আইন বাস্তবায়ন করা হবে। ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধা এবং আইনের অধীনে সকল সম্প্রদায়ের জন্য সমান আচরণ মৌলিক গণতান্ত্রিক নীতি।’

   

বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমস্ত আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেছিলেন যে নতুন আইনটি কেবলমাত্র নিপীড়িত সংখ্যালঘুদের আধিকারিকদের সুরক্ষার জন্য আনা হয়েছে, যারা একসময় অবিভাজ্য ভারতের অংশ ছিল এবং এটি কারও অধিকার কেড়ে নেয় না।