আবহাওয়ার চোখ রাঙানি, ফের স্থগিত অমরনাথ যাত্রা

ভারী বর্ষণের জেরে জম্মু-কাশ্মীরের পবিত্র অমরনাথ যাত্রা আপাতত স্থগিত করা হয়েছে। বিগত দু’দিনের টানা বৃষ্টিপাতের ফলে রাস্তার এবং ট্র্যাকগুলির অবস্থা এতটাই বিপজ্জনক হয়ে পড়েছে যে,…

Devotees on Amarnath Yatra

ভারী বর্ষণের জেরে জম্মু-কাশ্মীরের পবিত্র অমরনাথ যাত্রা আপাতত স্থগিত করা হয়েছে। বিগত দু’দিনের টানা বৃষ্টিপাতের ফলে রাস্তার এবং ট্র্যাকগুলির অবস্থা এতটাই বিপজ্জনক হয়ে পড়েছে যে, নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। পহেলগাম ও বালতাল, এই দু’টি মূল বেস ক্যাম্প থেকেই আপাতত যাত্রা বন্ধ রাখা হয়েছে।

যাত্রাপথের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়েছে যে, কোনোভাবেই তীর্থযাত্রীদের নিরাপদে যাত্রা সম্ভব নয়। পিচ্ছিল রাস্তা, ধস নামার সম্ভাবনা, কাদা ও জল জমে থাকার কারণে একাধিক স্থান চিহ্নিত করা হয়েছে দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে। সেই কারণেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড ও জম্মু-কাশ্মীর প্রশাসন।

   

পহেলগাম ও বালতাল—দু’দিকেই মেরামতির কাজ শুরু

উভয় রুটে ইতিমধ্যেই ট্র্যাক মেরামতের কাজ শুরু হয়েছে। সেনা, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে কাজ করছে যাতে দ্রুততম সময়ে যাত্রা ফের চালু করা যায়। বিশেষ করে নুনওয়ান-পহেলগাম রুট এবং ডোমেল-বালতাল রুটে কয়েকটি স্থানে ট্র্যাক পুরোপুরি ভেঙে গিয়েছে। এসব জায়গায় প্রথমে কাদা ও পাথর সরিয়ে রাস্তা পরিষ্কার করা হচ্ছে, তারপর মেরামত হচ্ছে কাঠ ও পাথরের সেতু।

যাত্রীদের জন্য জারি সতর্কতা

অমরনাথ যাত্রায় অংশগ্রহণকারী তীর্থযাত্রীদের ইতিমধ্যেই জানানো হয়েছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা যেন যাত্রা শুরু না করেন। যাঁরা ইতিমধ্যেই যাত্রাপথে রয়েছেন বা বেস ক্যাম্পে পৌঁছে গেছেন, তাঁদের নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। শিবিরগুলিতে পর্যাপ্ত খাদ্য, পানীয় জল ও চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।

Advertisements

আবহাওয়া নিয়ে আশঙ্কা

ভারী বৃষ্টিপাতের পাশাপাশি আগামী কয়েক দিনেও আবহাওয়া অনুকূল থাকবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে ট্র্যাক মেরামতের কাজ কত দ্রুত সম্পূর্ণ হবে তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আবহাওয়া পরিস্থিতি ও রাস্তার নিরাপত্তা বিচার করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রশাসনের তৎপরতা

শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড ছাড়াও জম্মু ও কাশ্মীর পুলিশের হেল্পলাইন চালু রাখা হয়েছে যাতে যাত্রীরা যে কোনও সময় তথ্য সংগ্রহ করতে পারেন। পাশাপাশি, রাজ্যের ডিজাস্টার রেসপন্স ফোর্স ও সেনা জওয়ানরা ২৪ ঘণ্টা তদারকি করছেন মেরামতের কাজের অগ্রগতি।