অমরনাথ যাত্রায় বাধা বৃষ্টি, নিরাপত্তার কারণে বন্ধ বালটাল রুট

নয়াদিল্লি: টানা ভারী বৃষ্টিপাতের কারণে অমরনাথ যাত্রার বালটাল রুটে যাতায়াত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আগামী ৩ আগস্ট পর্যন্ত…

Amarnath Yatra Route Closed

নয়াদিল্লি: টানা ভারী বৃষ্টিপাতের কারণে অমরনাথ যাত্রার বালটাল রুটে যাতায়াত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আগামী ৩ আগস্ট পর্যন্ত এই রুটে কোনও যাত্রী চলাচল অনুমোদিত হবে না। ইতিমধ্যেই শুরু হয়েছে জরুরি মেরামতির কাজ (Amarnath Yatra Route Closed)।

কাশ্মীরের ডিভিশনাল কমিশনার বিজয় কুমার বিদূরী এক সরকারি বিবৃতিতে জানিয়েছেন, “সম্প্রতি প্রবল বৃষ্টির কারণে বালটাল রুটে মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ প্রয়োজন হয়ে পড়েছে। যাত্রীদের নিরাপত্তার দিকটি মাথায় রেখে আগামী ৩ আগস্ট পর্যন্ত এই রুটে যাত্রা বন্ধ থাকবে। পরবর্তী আপডেট পরে জানানো হবে।”

   

বালটালের পাশাপাশি পহেলগাঁও রুটেও প্রবল বৃষ্টির প্রভাব পড়েছে। সেই রুটেও চলছে জরুরি সংস্কারের কাজ। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, এই সিদ্ধান্ত একটি সতর্কতামূলক ব্যবস্থা, কোনওভাবেই যাত্রীদের জীবনের ঝুঁকি নিতে চায় না কর্তৃপক্ষ।

Advertisements

এত প্রতিকূলতার মাঝেও চলতি বছরে অমরনাথ যাত্রায় ব্যাপক সাড়া মিলেছে। ইতিমধ্যেই ৪ লক্ষ ৫ হাজারেরও বেশি ভক্ত শ্রী অমরনাথের পবিত্র গুহায় দর্শন করেছেন।

যাত্রার বাকি অংশ স্বাভাবিক রাখতে সবরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করেছে প্রশাসন। যাত্রাপথের সার্বিক পরিস্থিতির ওপর নির্ভর করেই পুনরায় যাত্রা শুরুর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।