Sunday, December 7, 2025
HomeBharatEncounter: এনকাউন্টারে নিহত বাবা তারসেম সিংকে হত্যা ষড়যন্ত্রে মূল অভিযুক্ত

Encounter: এনকাউন্টারে নিহত বাবা তারসেম সিংকে হত্যা ষড়যন্ত্রে মূল অভিযুক্ত

- Advertisement -

মঙ্গলবার সকালে এনকাউন্টারে নিহত হলো বাবা তারসেম সিংকে হত্যা ষড়যন্ত্রে মূল অভিযুক্ত অমরজিৎ সিং। এইদিন সকালে হরিদ্বারের ভগবানপুরে এনকাউন্টারে নিহত হয় অমরজিৎ ওরফে বিট্টুর। পুলিশ সূত্রে জানা গিয়েছে অমরজিৎ-এর আর এক সঙ্গী পলাতক, যদিও উত্তরাখণ্ড পুলিশ তাঁর খোঁজ চালাচ্ছে বলে জানা গিয়েছে।

গত ২৮ মার্চ নিজের ডেরাতেই খুন হন নানকমাট্টা গুরুদ্বারের করসেবা প্রধান বাবা তারসেম সিং। বাইকে চেপে এসে দুই আততায়ী বাবা তারসেম সিংকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর তড়িঘড়ি আশঙ্কাজনক অবস্থায় খাতিমার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই বাবা তারসেম সিংকে মৃত বলে ঘোষণা করা হয়।

   

তারপরে আজ ভোররাতে হরিদ্বারের ভগবানপুর থানা এলাকায় যৌথ অভিযান চালিয়েছে উত্তরাখণ্ড এসটিএফ এবং হরিদ্বার পুলিশ। সেই অভিযানেই মৃত্যু হয় অভিযুক্তের। উত্তরাখণ্ড ডিজিপি অভিনব কুমার সংবাদমাধ্যমের কাছে বলেছিলেন , ”বাবা তারসেম সিংয়ের হত্যাকাণ্ডের বিষয়টাকে একপ্রকার চ্যালেঞ্জ হিসেবেই দেখেছে রাজ্য পুলিশ। ফলে এসটিএফ এবং পুলিশ ক্রমাগত হত্যাকারীদের পাকড়াও করার জন্য তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।” অবশেষে আজ সকালে সেই অভিযান শেষ হলো, তবে আর এক অভিযুক্ত আর এক শাগরেদকে খুঁজছে পুলিশ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular