রবিবারই তৃতীয় মোদী সরকার গঠন হয়েছে, তারপরই নতুন সেনা প্রধান পেল দেশ। ভারতের পরবর্তী সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী (Lt General Upendra Dwivedi)।
বর্তমান সেনা প্রধান জেনারেল মনোজ পান্ডে আগামী ৩০ জুন অবসর নেবেন। তারপরই দায়িত্ব নেবেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। মঙ্গলবারই মোদী সরকারের তরফে উপেন্দ্র দ্বিবেদীর নাম পরবর্তী ‘চিফ অব আর্মি স্টাফ’ হিসাবে ঘোষণা করা হয়।
গত মাসেই সেনা প্রধান হিসাবে জেনারেল মনোজ পান্ডের মেয়াদ শেষ হয়। কিন্তু লোকসভা নির্বাচন চলার কারণে এক মাসের জন্য তাঁর মেয়াদ বৃদ্ধি করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ৩০ জুন সেনা প্রধান পদ থেকে অবসর নেবেন জেনারেল মনোজ পান্ডে। তাঁর জায়গায় এই পদে দায়িত্ব গ্রহণ করবেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
কে এই উপেন্দ্র দ্বিবেদী?
* লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর জন্ম ১৯৬৪ সালের ১লা জুলাই। তিনি রেওয়ার সৈনিক স্কুল থেকে পড়েছেন। লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং ইউএস আর্মি ওয়ার কলেজের প্রাক্তন ছাত্র। তাঁর ডিফেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজে এম.ফিল এবং স্ট্র্যাটেজিক স্টাডিজ ও মিলিটারি সায়েন্সে দু’টি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ১৯৮৪ সালের ১৫ ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী-তে (জম্মু ও কাশ্মীর রাইফেলস) কমিশন লাভ করেন।
* পরবর্তী সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী ৪০ বছরের কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন। যার মধ্যে রয়েছে কমান্ড অফ রেজিমেন্ট (১৮ জম্মু ও কাশ্মীর রাইফেলস), ব্রিগেড (২৬ সেক্টর আসাম রাইফেলস), ইন্সপেক্টর জেনারেল, আসাম রাইফেলস (পূর্ব) এবং ৯ কর্পস (হিমাচল প্রদেশে)।
মোদী ৩.০ মন্ত্রিসভার ২৮ মন্ত্রীর বিরুদ্ধেই ফৌজদারি মামলা! বাংলার ২ জনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ
* ২০২২ সাল থেকে লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী নর্থান আর্মি কম্যান্ডারের ভাইস চিফ অব আর্মি স্টাফ পদে কর্মরত ছিলেন। জম্মু-কাশ্মীরে সন্ত্রাস দমনে সক্রিয় ভূমিকা পালন করেছেন, তেমনই সীমান্ত নিয়ে চিনের সঙ্গে আলোচনাতেও সক্রিয় ভূমিকা রয়েছে তাঁর।
* লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদীকে ‘পরম বিশেষ সেবা পদক’, ‘অতি বিশেষ সেবা পদক’ এবং তিনটি ‘জিওসি-ইন-সি কম্যান্ডেশন কার্ড’ সহ কিছু সবচেয়ে মর্যাদাপূর্ণ সামরিক স্বীকৃতি দিয়ে সম্মানিত করা হয়েছে। ইউএস আর্মি ওয়ার কলেজের লোভনীয় এনডিসি সমতুল্য কোর্সে তিনি ‘বিশিষ্ট ফেলো’ও ভূষিত হন।