২৫ বছর বয়স কমিয়ে এবার ২১ বছরেই মদ্যপানের প্রস্তাব

Alcohol Drinking: মদ্যপানের (বিয়ার) বৈধ বয়স কমাতে পারে দিল্লি সরকার। নতুন আবগারি নীতির (new excise policy) অংশ হিসেবে বিয়ার পানের (Legal Age for drinking beer)…

Beer

Alcohol Drinking: মদ্যপানের (বিয়ার) বৈধ বয়স কমাতে পারে দিল্লি সরকার। নতুন আবগারি নীতির (new excise policy) অংশ হিসেবে বিয়ার পানের (Legal Age for drinking beer) বৈধ বয়স কমানোর প্রস্তাব নিয়ে চিন্তা ভাবনা করছে দিল্লি সরকার। বিয়ার পানের বয়স ২৫ বছর থেকে কমিয়ে ২১ বছর করার কথা ভাবছে দিল্লি সরকার। সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে পিডব্লিউডি মন্ত্রী পরবেশ ভার্মার নেত্বাধীন এক উচ্চ-পর্যায়ের কমিটি বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করছে। তবে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Advertisements

উল্লেখ্য, দিল্লির বেশ কিছু প্রতিবেশি এনসিআর শহরে মদ্যপানের বৈধ বয়স ২১ বছর। সেই শহরগুলির মধ্যে রয়েছে গুরুগ্রাম, নয়ডা, গাজিয়াবাদ এবং ফরিদাবাদ। এবার সেই পথেই হাঁটতে চলেছে দিল্লি সরকার। অন্য রাজ্যে বৈধ বয়স কম হওয়ার ফলে তরুণ গ্রাহকরা দিল্লির বাইরে থেকে মদ কিনতে বাধ্য হয়। এই কারণে দেখা দেয় উল্লেখযোগ্যভাবে রাজস্ব ফাঁকি।

   

এক আধিকারিক জানান যে নতুন আবগারি নীতির অধীনে, রাজস্ব ক্ষতিপূরণের জন্য বিয়ার পানের আইনি বয়স ২৫ বছর থেকে কমিয়ে ২১ বছর করা যেতে পারে বলে পরামর্শ দেওয়া হয়েছে।

Alcohol drinking

বর্তমানে দিল্লি আবগারি শুল্ক থেকে বছরে প্রায় ৮,০০০ কোটি টাকা আয় করে। কিন্তু রাজস্ব ফাঁকির ফলে প্রায় ৪০০০-৫০০০ কোটি টাকার ক্ষতি হয়। আধিকারিকরা মনে করেন, যদি ঘাটতি পূরণ করা হয় তবে এই সংখ্যা প্রায় ১২,০০০ কোটি টাকায় পৌঁছাতে পারে। একজন ঊর্ধ্বতন সরকারি আধিকারিক জানান, এর উদ্দেশ্য হল “জনগণের যাতে কোনও অসুবিধা না হয় তা নিশ্চিত করেই আবগারি রাজস্ব বৃদ্ধি করা হবে।”

৩-৪ মাসের মধ্যে নীতিমালা প্রত্যাশিত: সকল পক্ষের সঙ্গে আলোচনা সম্পন্ন করার পর কমিটি আগামী তিন থেকে চার মাসের মধ্যে নতুন আবগারি নীতি চূড়ান্ত করবে বলে আশা করা হচ্ছে। সরকার আশা করছে যে এই সংস্কারগুলি কেবল রাজস্ব বৃদ্ধি করবে না বরং মদের খুচরো খাতকে আধুনিকীকরণ করবে এবং অপকর্ম রোধ করবে।