Bird Flu: নিশ্চিন্তে মুরগির মাংস খাচ্ছেন? সাবধান, হু হু করে ছড়াচ্ছে বার্ড ফ্লু!

হু হু করে ছড়াচ্ছে বার্ড ফ্লু (Bird Flu)। এক মাসের মধ্যে দ্বিতীয় বার ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে বার্ড ফ্লু-র সংক্রমণ ধরা পড়ল। মোরাবাদিতে অবস্থিত দিব্যায়ন কৃষি…

WB Government Bans Import of Chicken and Eggs from Godavari Region Due to Bird Flu

হু হু করে ছড়াচ্ছে বার্ড ফ্লু (Bird Flu)। এক মাসের মধ্যে দ্বিতীয় বার ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে বার্ড ফ্লু-র সংক্রমণ ধরা পড়ল। মোরাবাদিতে অবস্থিত দিব্যায়ন কৃষি বিজ্ঞান কেন্দ্রের মুরগি পালন কেন্দ্রে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা অর্থাৎ বার্ড ফ্লু ছড়িয়েছে।

মঙ্গলবার মধ্যপ্রদেশের ভোপালের আইসিএআর থেকে রিপোর্ট আসার পরই বার্ড ফ্লু-র বিষয়টি সামনে এসেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মোরাবাদি ১০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মুরগি এবং ডিমের ক্রয়, বিক্রয়, উৎপাদন এবং পরিবহণ নিষিদ্ধ করা হয়েছে।

আজ, বুধবার দিব্যায়ন কৃষি বিজ্ঞান কেন্দ্রের পোলট্রি ফার্মিং সেন্টারে প্রায় ২০০টি ব্রয়লার মুরগি সহ অন্যান্য প্রজাতির ৫৬০টি পাখি মারা হয়েছে। হ্যাচারিতে রাখা ৩০০ ডিমও নষ্ট করা হয়েছে। গোটা এলাকাটি স্যানিটাইজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি র‍্যাপিড অ্যাকশন ফোর্স গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ করছে জেলা প্রশাসন।

তৃণমূলের সঙ্গে যোগসাজশ! বসিরহাটের অতিরিক্ত জেলাশাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন

বার্ড ফ্লুর উপসর্গ দেখা দেওয়ার ওই এলাকা প্রতিপালিত মুরগিদের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়। মধ্যপ্রদেশের ভোপালে সেই নমুনা পাঠানো হলে বার্ড ফ্লু নিশ্চিত করে তারা।

জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, নমুনাগুলিতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার (H5N1) উপস্থিতি মিলেছে। ভারত সরকারের নিয়ম অনুযায়ী, আপাতত আক্রান্ত এলাকার এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গৃহপালিত পাখি নিধন করার প্রক্রিয়া শুরু হয়েছে।

Amit Shah Attacks Mamata Banerjee: শুভেন্দুর বাড়িতে পুলিশি হানা, মমতাকে কী হুঁশিয়ারি অমিত শাহ-র?

এপ্রিল মাসের শেষেও রাঁচিতে বার্ড ফ্লু ছড়ায়। রাঁচির এক সরকারি খামারে বার্ড ফ্লু ছড়িয়েছিল। সেবার ওই সরকারি খামারে চার হাজারের বেশি মুরগিকে মেরে ফেলা হয়। নষ্ট করা হয় কয়েক হাজার ডিম। যে খামারে বার্ড ফ্লু ছড়ায়, সেই খামারের এক কিলোমিটারের মধ্যে মুরগির মাংস এবং ডিম বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়।

Advertisements

একই সঙ্গে প্রশাসনিক আধিকারিকদের সংক্রমিত এলাকা এবং তার আশপাশের এলাকাগুলির উপর নজরদারি চালাতে নির্দেশ দেওয়া হয়।

Suvendu Adhikari: বিরাট বিপদে রাজ্য পুলিশ! বড়সড় পদক্ষেপ করলেন শুভেন্দু অধিকারী 

মাসখানেক আগেই বার্ড ফ্লু নিয়ে আতঙ্কের কথা শুনিয়েছে আমেরিকার জাতীয় স্বাস্থ্য সংস্থা। আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ‌্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, ভবিষ্যতে হু হু করে ছড়াতে পারে বার্ড ফ্লু। সম্প্রতি কয়েক হাজার আন্টার্কটিক পেঙ্গুইনের মৃত্যু হয়।

এর কারণ খুঁজতে গিয়ে আমেরিকার টেক্সাসের গবেষকরা দেখেন, এর পিছনে রয়েছে বার্ড ফ্লু-র H5N1 স্ট্রেন। তারপর থেকে বার্ড ফ্লু নিয়ে গোটা বিশ্বে শোরগোল পড়ে যায়।