অখিলেশই কি ‘ইন্ডিয়া’র পরবর্তী প্রধানমন্ত্রী? যোগীরাজ্যে জল্পনা তুঙ্গে

ইন্ডিয়া জোটের পরবর্তী প্রধানমন্ত্রী কি হতে পারেন অখিলেশ যাদব? প্রশ্নটি হয়তো এখনও রাজনীতির ‘গভীরে’ তলিয়ে,কিন্তু লক্ষ্নৌতে সমাজবাদী পার্টির পোস্টারে অখিলেশের মুখ যেমন ‘বড়’ করে তুলে…

ইন্ডিয়া জোটের পরবর্তী প্রধানমন্ত্রী কি হতে পারেন অখিলেশ যাদব? প্রশ্নটি হয়তো এখনও রাজনীতির ‘গভীরে’ তলিয়ে,কিন্তু লক্ষ্নৌতে সমাজবাদী পার্টির পোস্টারে অখিলেশের মুখ যেমন ‘বড়’ করে তুলে ধরা হয়েছে তাতে সেই জল্পনাই মাথাচাড়া দিয়েছে। উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্নৌতে পা রাখলেই এখন অখিলেশের ছবিতে ছয়লাপ।

আর সমাজবাদী পার্টির সদর দফতরের সামনে গেলে অখিলেশের বিরাট এক কাট-আউট দেখা যাবে। কিন্তু ওই পোস্টারে স্ত্রী ডিম্পল ও প্রয়াত বাবা মুলায়েম সিং যাদবের ছবি পাশে ছোট করে রয়েছে। আর অখিলেশের ছবির পাশে বড় করে লেখা রয়েছে, ‘দেশের ভাবী প্রধানমন্ত্রী অখিলেশ যাদব’। আর এই দৃশ্য সামনে আসতেই শোরগোল শুরু হয়েছে লক্ষ্নৌয়ের অলিগলিতে।

   

অখিলেশের পোস্টারে ছয়লাপ লখনৌ

অখিলেশের পোস্টারে ছয়লাপ লক্ষ্নৌ 

এবার লোকসভা ভোটে উত্তরপ্রদেশে অভাবনীয় সাফল্য পেয়েছে অখিলেশের দল। যোগীরাজ্যে রাজ্যের ৮০টি লোকসভা আসনের মধ্যে ৩৭টিতে জিতে জাতীয় রাজনীতিতে বড় চমক দিয়েছে এসপি। সহযোগী কংগ্রেসও জিতেছে ছ’টি আসন। অর্থ্যাত্ সবমিলিয়ে ৪৩ টি আসন পেয়েছে ইন্ডিয়া জোট। নিজেদের কেন্দ্র কনৌজ ও মৈনপুরীতে জিতেছেন অখিলেশ ও ডিম্পল। এই কারণে আগামী ১ জুলাই বিজয়োৎসব পালন করবেন এসপি নেতা-কর্মীরা। ঘটনাচক্রে, সে দিনটি অখিলেশের জন্মদিন। আর ওই অনুষ্ঠান উপলক্ষেই ঝোলানো হয়েছে হোর্ডিংটি। প্রচারক, লখনউয়ের এসপি নেতা সঙ্গীত যাদব।

এবার লোকসভাতে কংগ্রেসের পর দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল হিসেবে উঠে এসেছে সমাজবাদী পার্টি। ফলে আগামীদিনে রাহুল গান্ধীর পর প্রধানমন্ত্রী হিসেবে অখিলেশই সবথেকে যোগ্য প্রার্থী হতে পারেন, এমনটাই মনে করছে এসপির নেতা-কর্মীরা। তবে লক্ষ্নৌয়ের অন্দরমহলে যাই রটুক, তার প্রভাব দিল্লিতে কতটা পড়বে সেই বিষয়ে এখনও ঠাওর করে উঠতে পারছেন না রাজনৈতিক বিশ্লেষকেরা। অনেকের মতে, এনডিএ সরকারের পতন হলে পরবর্তী সরকার গঠনের চেষ্টা করবে ইন্ডিয়া জোট। আর তখনই কংগ্রেস সহ অন্যান্য দলগুলির সঙ্গে প্রধানমন্ত্রীর পদ নিয়ে দরকষাকষিতে যেতে পারেন অখিলেশ।