SIR-এর ‘ক্রনোলজি’ বুঝিয়ে BJP-র বিরুদ্ধে তোপ অখিলেশের

নয়াদিল্লি: ২০১৯ সালে প্রথমে নাগরিকত্ব সংশোধনী বিল (CAB) এবং তারপর জাতীয় নাগরিক পঞ্জির (NRC) “ক্রনোলজি”(Chronology) বুঝিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। যা নিয়ে উত্তাল হয়েছিল সমগ্র দেশ। অমিত শাহের এই বয়ান নেট দুনিয়ায় কার্যত ঝড় তুলে দিয়েছিল। এবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (SIR) “ক্রনোলজি” বোঝালেন সমাজবাদী পার্টি (Samajwadi Party) নেতা তথা লোকসভা সাংসদ অখিলেখ যাদব (Akhilesh Yadav)।

Advertisements

শনিবার এক্স (X) হ্যান্ডেলে SIR এর ফলে দেশের মানুষের সঙ্গে পরপর কি কি ঘটবে তার লিস্ট দিলেন তিনি। “বিজেপি শুধু ভোটার লিস্ট থেকেই নাম কাটানোয় থামবে না। এরপর রেশন কার্ড থেকেও নাম বাদ দেবে। তারপর জাতি প্রমাণপত্রও খারিজ করবে, তারপর সংরক্ষণ বাতিল। তারপর ধীরে ধীরে চাষের জমি, ঘরবাড়ি থেকেও নাম কাটবে। দরিদ্র পিছিয়ে পড়া, দলিত, সংখ্যালঘুদের পথে বসাবে। এদের হক ছিনিয়ে নিজেদের মর্জিমোট চলাই হল বিজেপির (BJP) আসল উদ্দেশ্য।”

“ক্রনোলজি” পোস্টে বিজেপির বিরুদ্ধে সরাসরি তোপ দেগে তিনি লেখেন, “বিজেপির ভান্ডা ফুঁড়ে গেছে। এবার দেশের সজাগ নাগরিক এবার নিজেদের ভোট বাঁচাবে। চিন্তাভাবনা করে সঠিক সিদ্ধান্ত নিয়ে বিজেপিকে হারাবে আর হঠাবে।” উল্লেখ্য, বিশেষ নিবিড় সংশোধনের (SIR) বিরুদ্ধে অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে বরাবর প্রতিবাদ জানিয়ে আসছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ।

Advertisements

এক্স-এ পোস্টটির সঙ্গে রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং তেজস্বী যাদবের (Tejaswi Yadav) সঙ্গে ভিডিও ও পোস্ট করেছেন অখিলেশ। ইন্ডিয়া জোটের বিরাট জনসভায় হাতে বাম-কংগ্রেস-সমাজবাদী পার্টির পতাকা নিয়ে দেখা যাচ্ছে দলের কর্মী-সমর্থকদের। শনিবার ইন্ডিয়া জোটের ভোটার আধিকার যাত্রায় যোগ দিতে বিহারের সারানে উপস্থিত হন তিনি। রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের সঙ্গে যাদবের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন বরিষ্ঠ কংগ্রেস নেতা কে সি ভেনুগোপাল।