শনি সকাল থেকেই দেশজুড়ে উড়ান পরিষবা অনেকটাই স্বাভাবিক। দুপুরের মধ্যে সমস্যা প্রায় সম্পূর্ণ মিটে যাবে। শনিবার বিমান পরিবহণ মন্ত্রক বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানিয়েছে।
শুক্রবার মাইক্রোসফটের সমস্যার কারণে বিমান বন্দরগুলিতে প্রযুক্তিগত সমস্যা ভয়ঙ্কর হয়ে ওঠে। ভারত সহ গোটা বিশ্বে বিমান পরিষেবায় ব্যাপক প্রভাব পড়েছিল। বিশ্ব জুড়ে বাতিল হয় প্রায় ১৪০০ বিমান। বিমানবন্দরগুলিতে যাত্রীদের দীর্ঘ লাইন চোখে পড়েছিল। বহু উড়ার ছাড়ার সময়ে বদলে যায়। বিমানবন্দরগুলিতেও যাত্রীদের হয়রানি চরমে পৌঁছায়। সেই ছবি এ দিন প্রায় নেই বললেই চলে। গুরুত্বপূর্ণ তথ্য দেখানোর ডিসপ্লে বোর্ড, যা গতকাল বন্ধ ছিল, এখন কার্যকর।
যদিও অনেক যাত্রীর দাবি, আন্তর্জাতিক ভ্রমণকারীরা এখনও বোর্ডিং পাস তৈরিতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। কিছু বিমানবন্দরে যাত্রীদের ম্যানুয়াল পাস দেওয়া হচ্ছে। বিশেষ করে চেন্নাই, দিল্লি এবং মুম্বই বিমানবন্দরে সমস্যা রয়েছে। বিমান ওঠা-নামায় সমস্য়া হচ্ছে।
শুক্রবার সকালে মাইক্রোসফটে আচমকা সমস্যা দেখা দেয়। বিশ্ব জুড়ে ব্যাঙ্ক, বিমান, শেয়ার বাজারে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। মাইক্রোসফ্ট জানায়, ক্রাউডস্ট্রাইক আপডেটের কারণে এই সমস্যা হয়েছে। গোটা সমস্যা দূর করতে মাইক্রোসফ্টের কর্মীরা সতর্ক ও নজরদারি চালাচ্ছেন বলে জানানো হয়েছে।