Air India: আগামী ১ থেকে ১৯ নভেম্বর এয়ার ইন্ডিয়ায় নাশকতার হুমকি খালিস্তানি নেতা পান্নুনের

একের পর এক বোমাতঙ্কের হুঁশিয়ারিতে উদ্বিগ্ন ভারতের বিমান সংস্থাগুলি। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফেও সম্প্রতি বিমানে নাশকতার হুমকিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। এবার ফের এয়ার…

একের পর এক বোমাতঙ্কের হুঁশিয়ারিতে উদ্বিগ্ন ভারতের বিমান সংস্থাগুলি। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফেও সম্প্রতি বিমানে নাশকতার হুমকিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। এবার ফের এয়ার ইন্ডিয়ার (Airindia) বিমানে নাশকতার হুঁশিয়ারি এল খালিস্তানি সংগঠনের নেতা ভারত বিরোধী গুরপবন্ত সিং পান্নুন। 

নবান্ন বৈঠকের প্রাক্কালে জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে সুর চড়ালেন কুণাল, পাল্টা প্রতিক্রিয়া কিঞ্জলের

   

আশির দশকে শিখদের গণহত্যার ‘প্রতিশোধ’ নিতে এয়ার ইন্ডিয়ার বিমানে নাশকতা চালানোর আগাম হুঁশিয়ারি দিলেন গুরুপতবন্ত সিংহ পান্নুন। নিষিদ্ধ খলিস্তানপন্থী সংগঠন শিখ ফর জাস্টিস (এসএফজে)-এর এই নেতার হুমকি প্রকাশ্যে আসতে শোরগোল পড়ে গিয়েছে। সোমবার যাত্রীদের সতর্ক করে পন্নুন জানিয়েছেন, আগামী ১ থেকে ১৯ নভেম্বর কেউ যেন এয়ার ইন্ডিয়া বিমানে যাত্রা না করেন। 

রেশন কার্ড ভোক্তাদের বিশেষ সুবিধা, বাড়ানো হল ই-কেওয়াইসি করার সময়সীমা

সম্প্রতি পান্নুনকে নিয়ে ভারত-কানাডার মধ্যে কূটনৈতিক চাপানউতোর তীব্রতর হওয়ার দুইদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। তারমধ্যে এই ধরনের হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলেই মনে করছে কূটনৈতিক মহল।

সম্প্রতি একইদিনে বোমাতঙ্কের হুমকি পায় দেশের ৩২ টি বিমান। এই ঘটনাটি সামনে আসতেই রীতিমতো আতঙ্ক ছড়ায় দেশের প্রায় প্রতিটি বিমানবন্দরে। ঘটনার জেরে দীর্ঘক্ষণ ব্যহত হয় বিমান চলাচল।

ভিস্তারার (Vistara Airlines )একটি বিমান দিল্লি থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্ট যাওয়ার সময় বোমা বিস্ফোরণের হুমকি পায়। তারপরই বিমানটিকে এমারজেন্সি অবতরন করিয়ে তল্লাশি চালায় নিরাপত্তাকর্মীরা।

সপ্তাহের শুরুতে কলকাতায় ডিজেলের দাম বেড়ে দাঁড়াল ৯২.৫৬ টাকা, পেট্রোলের দাম কত?

ভিস্তারা ছাড়াও, আকাসা এয়ার, স্পাইস জেট, স্টার এয়ার ও ইন্ডিগো সহ একাধিক বিমানসংস্থা এই বোমাতঙ্কের হুমকি পেয়েছে। যদিও সেইসমস্ত হুমকি পরে মিথ্যে বলেই প্রমাণিত হয়েছে। তবে এই ঘটনায় ১৭ বছর বয়সি ছত্তিশগড়ের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। ২৫ বছর বয়সি এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিশোধ নিতেই তিনি এমনটা করেছে বলে দাবি করে ওই কিশোর।

অন্যদিকে এই ঘটনার প্রেক্ষিতে ভারতের আকাশকে যাত্রীদের জন্য সম্পূর্ণ নিরাপদ বলেই জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের জুলফিকর হাসান।