Home Bharat ফের বিপত্তি এয়ার ইন্ডিয়ায়! A350 বিমানের ইঞ্জিনে ঢুকল কন্টেনার, যাত্রী সুরক্ষা নিয়ে...

ফের বিপত্তি এয়ার ইন্ডিয়ায়! A350 বিমানের ইঞ্জিনে ঢুকল কন্টেনার, যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন

air india technical glitch

নয়াদিল্লি: ফের একবার যান্ত্রিক বিভ্রাট ও দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়া। বৃহস্পতিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (IGI) এয়ার ইন্ডিয়ার একটি বিশালাকার এয়ারবাস এ৩৫০ (Air India A350) বিমানের ইঞ্জিনে আচমকাই একটি মালবাহী কন্টেনার ঢুকে যায়। শক্তিশালী ইঞ্জিনের টানে কন্টেনারটি ভেতরে চলে যাওয়ায় বিমানের ইঞ্জিনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisements

যাত্রীর ক্যামেরায় ধরা পড়ল দৃশ্য

বিমানের ভেতরে থাকা এক যাত্রীর রেকর্ড করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (ভিডিওটির সত্যতা যাচাই করেনি আমাদের নিউজ পোর্টাল)। ভিডিওটিতে দেখা যাচ্ছে, রানওয়ের কাছে দাঁড়িয়ে থাকা বিমানটিকে ঘিরে রেখেছেন বিমানবন্দরের গ্রাউন্ড স্টাফরা এবং ইঞ্জিনের ভেতর একটি কন্টেনার আটকে রয়েছে। তবে এই নজিরবিহীন ঘটনা নিয়ে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি।

   

পরপর যান্ত্রিক বিভ্রাট এয়ার ইন্ডিয়ায়  air india technical glitch

কন্টেনার টেনে নেওয়ার এই ঘটনার মাত্র কয়েক দিন আগেই এয়ার ইন্ডিয়ার একটি বিমান মাঝ আকাশ থেকে যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসতে বাধ্য হয়েছিল। গত ২২ ডিসেম্বর দিল্লি থেকে মুম্বইগামী এআই৮৮৭ (AI887) উড়ানটি ওড়ার ঘণ্টাখানেক পরেই যান্ত্রিক গোলযোগের কারণে দিল্লিতে জরুরি অবতরণ করে।

কী জানিয়েছিল ডিজিসিএ (DGCA)?

২২ ডিসেম্বরের সেই ঘটনা প্রসঙ্গে অসামরিক বিমান পরিবহণ নিয়ামক সংস্থা ডিজিসিএ জানিয়েছিল যে, উড্ডয়নের পর বিমানের ডানা বা ফ্ল্যাপ গোটানোর সময় চালকরা ডান দিকের ইঞ্জিনে (Engine No. 2) তেলের কম চাপের ইঙ্গিত দেখতে পান। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) মেনে বিমানটিকে নিরাপদে দিল্লিতে নামিয়ে আনা হয়েছিল।

পরপর এ ধরনের ঘটনায় বড়সড় প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা ব্যবস্থা। বৃহস্পতিবারের কন্টেনার টেনে নেওয়ার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও, বিমানটি দীর্ঘ সময়ের জন্য বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisements