HomeBharat৩৫ হাজার ফুট ওপরে হঠাৎ অসুস্থ ১১ জন, আতঙ্ক এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে

৩৫ হাজার ফুট ওপরে হঠাৎ অসুস্থ ১১ জন, আতঙ্ক এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে

- Advertisement -

নয়াদিল্লি: এয়ার ইন্ডিয়ার লন্ডন থেকে মুম্বইগামী ফ্লাইট এআই ১৩০ বিমানটির মাঝ আকাশে অস্বাভাবিক ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে হিথরো থেকে ওড়ার পর, প্রায় ৩৫ হাজার ফুট উচ্চতায় বিমানটির অন্তত ১১ জন  পাঁচ যাত্রী ও ছয় বিমানকর্মী অসুস্থ বোধ করেন। এই ঘটনায় একজন যাত্রী জ্ঞান হারানোর মতো অবস্থায় পৌঁছায়।

বিমান কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, যাত্রীরা মাথা ঘোরা, শ্বাসকষ্ট এবং বমির মতো উপসর্গ নিয়ে ভুগছিলেন। বিমানের অবতরণের পর মুম্বইতে সঙ্গে সঙ্গে মেডিক্যাল টিম এসে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। বর্তমানে যাত্রীরা সুস্থ ও স্বাভাবিক অবস্থায় রয়েছেন।

   

এয়ার ইন্ডিয়ার বিবৃতি ও তদন্ত শুরু

ঘটনার পর এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আসলে সাত জনই অসুস্থ হয়েছিলেন, ১১ জন নয়। পাঁচ যাত্রী ও দুই বিমানকর্মীর মধ্যে এই উপসর্গ দেখা দেয়। “উড়ার শুরুতেই মাথা ঘোরা, বমি ভাব ও শ্বাসকষ্ট শুরু হয়,” বলে এয়ার ইন্ডিয়ার এক কর্মকর্তা জানান।

বিমান কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, খাদ্যে বিষক্রিয়ার সম্ভাবনা থাকতে পারে। এছাড়া বিমান কেবিনে চাপ কমে যাওয়ার কারণে অক্সিজেনের ঘাটতি (হাইপোক্সিয়া) এর পেছনে থাকা অন্য কারণ হতে পারে। তবে এই সব বিষয় এখনও তদন্তাধীন।

“কোন খাবার থেকে বিষক্রিয়া হতে পারে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে,” বলেন এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র।

যাত্রীদের স্বস্তির নিঃশ্বাস Air India Mid-Air Illness

মুম্বই পৌঁছানোর পর বিমান থেকে নামিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় অসুস্থ যাত্রী ও কর্মীদের। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর সবাই বর্তমানে সুস্থ এবং স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। এয়ার ইন্ডিয়া দ্রুত ঘটনার কারণ জানতে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে সকল সম্ভাব্য ব্যবস্থা নিচ্ছে বলেও নিশ্চিত করেছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular