HomeBharatAir India: ১৯৩ যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

Air India: ১৯৩ যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

- Advertisement -

রবিবার শারজাহ থেকে আসা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের (Air India) একটি বিমানকে কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরে (Cochin International Airport) জরুরি অবতরণ করতে হয়েছে। সূত্রের মতে, বিমানের হাইড্রোলিক সিস্টেম কাজ করা বন্ধ করে দিয়েছিল।

কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডের (সিআইএএল) একজন মুখপাত্র জানিয়েছেন, রাত ৮.০৪ মিনিটে বিমানবন্দরে সম্পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। রাত ৮.২৬ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে।

   

তিনি বলেন, কোনও রানওয়ে ব্লক করা হয়নি এবং কোনো ফ্লাইট ডাইভার্ট করা হয়নি। রাত ৮.৩৬ মিনিটে জরুরি আদেশ প্রত্যাহার করে বিমান চলাচল স্বাভাবিক ঘোষণা করা হয়। সিআইএএল জানিয়েছে, বিমানটিতে থাকা ১৯৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্যরা সবাই নিরাপদে আছেন।

- Advertisement -
online desk
online desk
Get Bengali news updates, Bengali News Headlines , Latest Bangla Khabar, Bengali News from Kolkata
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular