বিমানের জরুরি অবতরণ! সানফ্রান্সসিসকো যাওয়ার বদলে বিমান পৌঁছাল রাশিয়া

দিল্লি থেকে বিমানে উঠেছেন সানফ্রান্সসিসকো যাবেন বলে অথচ বিমান পৌঁছাল রাশিয়ায়। আজব কাণ্ড ঘটল এয়ার ইন্ডিয়ার বিমানে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে খবরে প্রকাশিত খবরের সূত্র ধরে…

air india flight

দিল্লি থেকে বিমানে উঠেছেন সানফ্রান্সসিসকো যাবেন বলে অথচ বিমান পৌঁছাল রাশিয়ায়। আজব কাণ্ড ঘটল এয়ার ইন্ডিয়ার বিমানে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে খবরে প্রকাশিত খবরের সূত্র ধরে জানা গিয়েছে, গত ১৩ মাসে দ্বিতীয়বার এইরকম ঘটনা ঘটল। কিন্তু কেন এই জরুরি অবতরণ? কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে, একটি প্রযুক্তিগত ত্রুটির জন্য বিমানকে রাশিয়ার বিমান বন্দরে জরুরী অবতরণ করা হয়েছিল। এএল১৮৫ এয়ার ইন্ডিয়ার বিমানে ২২৫জন যাত্রী সহ ১৯জন বিমান সহায়ক ছিলেন, যারা সুস্থ আছে বলে জানা গিয়েছে।

বাড়ছে পড়ুয়াদের লাশ, হাসিনাকে বার্তা ‘খুনিদের সঙ্গে আলোচনা নয়’

   

এয়ার ইন্ডিয়ার বিবৃতি থেকে জানা গিয়েছে, ” ১৮ জুলাই ২০২৪- এর এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এএল১৮৩ দিল্লি থেকে সান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে রওনার পরে ককপিটে থাকা বিমান সহায়করা কার্গো হোল্ড এলাকায় একটি সম্ভাব্য সমস্যা সনাক্ত করার পরে রাশিয়ার ক্রাসনোয়ারস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে একটি সতর্কতামূলক অবতরণ কররা হয়েছিল৷ বিমানটি সকলের সাথে রাশিয়ায়তে নিরাপদে অবতরণ করেছিল৷ ২২৫ জন যাত্রী এবং ১৯ জন ফ্লাইট ক্রু সদস্যসহ সকলে ঠিক আছেন।”

আরও নাস্তানাবুদ বাইডেন! প্রেসিডেন্টের লড়াই থেকে জো-কে সরাতে এবার মরিয়া ওবামা

এখানেই শেষ নয়, তাঁদের তরফে আরও জানানো হয়েছে যে “যেহেতু কেজেএ-তে এয়ার ইন্ডিয়ার নিজস্ব কর্মী নেই, আমরা যাত্রীদের সমস্ত প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য অন্যদের সাহায্য। এয়ার ইন্ডিয়া সরকারী সংস্থা এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করছে এবং আমরা অন্য বিমানের ব্যবস্থা করছি যাতে যাত্রীদের দ্রুত সান ফ্রান্সিসকোতে নিয়ে যাওয়ার জন্য কেজেএ-তে ফ্লাইট আসে।” এয়ার ইন্ডিয়া আশ্বস্ত করেছে যে অতিথিদের যত্ন নেওয়ার জন্য তাঁদের সহায়করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ করছে।