HomeBharat৮ আগস্ট অবধি Air India-র সব বিমান বাতিল, মাথায় হাত যাত্রীদের

৮ আগস্ট অবধি Air India-র সব বিমান বাতিল, মাথায় হাত যাত্রীদের

- Advertisement -

বড় পদক্ষেপ নিল এয়ার ইন্ডিয়া (Air India)। এবার সব বিমান বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিল এই বিমান সংস্থা। আপনিও কি আগামী দিনে এয়ার ইন্ডিয়ার বিমানের টিকিট কেটে ফেলেছেন বা কাটার পরিকল্পনা করছেন? তাহলে চোখ রাখুন এই লেখাটির ওপর।

আসলে যত সময় এগোচ্ছে ইজরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এহেন অবস্থায় ভারত কোনওরকম ঝুঁকি নিতে নারাজ। ইজরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এয়ার ইন্ডিয়া ইজরায়েলগামী সমস্ত ফ্লাইট বাতিল করেছে। শুক্রবার বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, ৮ আগস্ট পর্যন্ত সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

   

এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘ইজরায়েলের পরিস্থিতির উপর নজর রাখছে সংস্থাটি। যাত্রী ও ক্রুদের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার। সে কারণে আপাতত সব বিমান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হল।’

Air India এক্স হ্যান্ডেলে জানাচ্ছে, ‘মধ্যপ্রাচ্যের কিছু অংশে চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, আমরা তেল আবিব থেকে আমাদের ফ্লাইটগুলির নির্ধারিত ফ্লাইট পরিচালনা স্থগিত করেছি যা ৮ আগস্ট ২০২৪ পর্যন্ত তাত্ক্ষণিকভাবে কার্যকর হবে। আমরা ক্রমাগত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং এই সময়ের মধ্যে তেল আবিব থেকে ভ্রমণের জন্য নিশ্চিত বুকিংয়ের মাধ্যমে আমাদের যাত্রীদের সহায়তা করছি, পুনঃনির্ধারণ এবং বাতিলকরণ চার্জে এককালীন ছাড় দিয়ে। আমাদের অতিথি এবং ক্রুদের সুরক্ষা আমাদের সর্বাগ্রে অগ্রাধিকার হিসাবে রয়ে গেছে। আরও তথ্য পেতে, অনুগ্রহ করে আমাদের 24/7 যোগাযোগ কেন্দ্রে 011-69329333 / 011-69329999 এ কল করুন।’ 

 

সম্প্রতি তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর পর ইরান প্রকাশ্যে ইজরায়েলকে হামলার হুঁশিয়ারি দিয়েছে। এদিকে ইরানের হুঁশিয়ারির পর মধ্য এশিয়া অঞ্চলের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে রয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে।

 

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular