দীপাবলি ও ছট পুজোয় এয়ার ইন্ডিয়ার ১৬৬টি অতিরিক্ত ফ্লাইট

Air India Flight

উৎসবের মরশুমে পাটনা রুটে যাত্রীদের চাপ সামলাতে বড় পদক্ষেপ নিল টাটা গোষ্ঠীর মালিকানাধীন বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া (Air India) ও তার সহপ্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। দীপাবলি ও ছট পুজোর সময় বাড়তি যাত্রীর কথা মাথায় রেখে এই দুই সংস্থা মিলিয়ে মোট ১৬৬টি অতিরিক্ত ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশেষ ফ্লাইট পরিষেবা চালু থাকবে ১৫ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত। এই সময় সাধারণত হাজার হাজার মানুষ নিজের শহর ও গ্রামে ফিরে যান পরিবার-পরিজনের সঙ্গে উৎসব পালন করতে। সেই যাত্রীচাহিদা মেটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কোন রুটে কত ফ্লাইট?

Advertisements

দিল্লি–পাটনা: ৩৮টি অতিরিক্ত ফ্লাইট

মুম্বই–পাটনা: ৩৮টি অতিরিক্ত ফ্লাইট

বেঙ্গালুরু–পাটনা: ৩৮টি অতিরিক্ত ফ্লাইট

অন্যদিকে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস চালাবে—

দিল্লি–পাটনা: ২৬টি অতিরিক্ত ফ্লাইট

বেঙ্গালুরু–পাটনা: ২৬টি অতিরিক্ত ফ্লাইট

ফলে মোট ১৬৬টি অতিরিক্ত ফ্লাইট উৎসবের সময়ে যাত্রীদের পরিষেবা দেবে। এই নতুন সূচির ফলে নিয়মিত পরিষেবার তুলনায় প্রায় দ্বিগুণ ফ্লাইট চলবে পাটনা রুটে।

এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, “পাটনায় অতিরিক্ত ফ্লাইট যোগ করার ফলে দীপাবলি ও ছটের সময় যাত্রীদের জন্য ভ্রমণ আরও সহজ হবে। এই সময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বিহারে ফিরতে চান। আমরা তাদের আরামদায়ক ও নিরবচ্ছিন্ন ভ্রমণ অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও জানান, “দিল্লি, মুম্বই ও বেঙ্গালুরু হয়ে যাত্রীরা মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিভিন্ন গন্তব্যেও সহজে সংযুক্ত হতে পারবেন। এটি উৎসবকালে আন্তর্জাতিক যাত্রীদের জন্যও বিশেষভাবে সুবিধাজনক হবে।”

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত ফ্লাইটের টিকিট বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যাত্রীরা এয়ার ইন্ডিয়া বা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, ২৪ ঘণ্টার কাস্টমার কেয়ার, বিমানবন্দর টিকিট কাউন্টার ও অনুমোদিত ট্রাভেল এজেন্টদের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন।

এয়ার ইন্ডিয়ার তরফে আরও বলা হয়েছে, “দীপাবলি ও ছটের সময় যাত্রীরা যেন কোনও অসুবিধা ছাড়াই বাড়ি ফিরতে পারেন, সেটাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাই উৎসবের আনন্দ ভ্রমণের স্বস্তির সঙ্গে মিশে যাক।”

প্রতি বছরই দীপাবলি ও ছটের সময় পাটনা বিমানবন্দর দেশজুড়ে অন্যতম ব্যস্ত হয়ে ওঠে। ভিড়ের চাপে টিকিট পাওয়া কঠিন হয়ে যায়। এবার এয়ার ইন্ডিয়া ও এক্সপ্রেসের এই সিদ্ধান্ত যাত্রীদের অনেকটাই স্বস্তি দেবে বলেই মত বিশেষজ্ঞদের।

Advertisements