রাজস্থানের চুরুতে বায়ুসেনার যুদ্ধবিমান ভেঙে পড়ল, মৃত্যু পাইলটের

ফের বিমান দুর্ঘটনা দেশের আকাশে। রাজস্থানের চুরু জেলার তনগড় অঞ্চলের ভানুদা গ্রামে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি যুদ্ধবিমান (Air Force plane crash)। দুর্ঘটনার ফলে পাইলটের…

রাজস্থানের চুরুতে বায়ুসেনার যুদ্ধবিমান ভেঙে পড়ল, মৃত্যু পাইলটের

ফের বিমান দুর্ঘটনা দেশের আকাশে। রাজস্থানের চুরু জেলার তনগড় অঞ্চলের ভানুদা গ্রামে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি যুদ্ধবিমান (Air Force plane crash)। দুর্ঘটনার ফলে পাইলটের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত খবর মিলেছে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, একটি যুদ্ধবিমান রুটিন ফ্লাইটে উড়ান দেয়। কিছুক্ষণের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ভানুদা গ্রামে একটি খোলা মাঠে ভেঙে পড়ে (Air Force plane crash)। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয় বাসিন্দারা প্রথমে বুঝতে না পারলেও ঘটনাস্থলে পৌঁছে দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন। আগুনে পুড়ে ছাই হয়ে যায় বিমানের অধিকাংশ অংশ।

   

সূত্রের খবর, বিমানের ভিতরে থাকা পাইলটের মৃত্যু হয়েছে। তিনি ইজেক্ট করার চেষ্টা করলেও সফল হননি বলে প্রাথমিক অনুমান। ঘটনাস্থলে পৌঁছেছে বায়ুসেনার উদ্ধারকারী দল ও দমকল বাহিনী। সেনাবাহিনীর তরফে এলাকাটি ঘিরে ফেলা হয়েছে এবং সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনাটি কীভাবে ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে বায়ুসেনা। বিমানে ঠিক কতজন ছিলেন, তা এখনও নিশ্চিতভাবে জানানো হয়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি একক পাইলট অপারেটেড ফ্লাইট ছিল।

স্থানীয়রা জানিয়েছেন, আকাশ থেকে জোরাল শব্দ আসছিল। কিছু সময় পরেই দেখা যায় একটি জ্বলন্ত বস্তু মাটিতে ভেঙে পড়ছে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বহু মানুষ প্রথমে ভেবেছিলেন হয়তো কোনও বড়সড় হামলা হয়েছে। পরে সেনা কর্তৃপক্ষ জানায়, এটি একটি দুর্ঘটনা।

বায়ুসেনার তরফে জানানো হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ বলা সম্ভব নয়। তবে ব্ল্যাকবক্স উদ্ধার করার চেষ্টা চলছে। সেটি বিশ্লেষণ করলেই দুর্ঘটনার মূল কারণ স্পষ্ট হবে বলে মনে করছেন আধিকারিকরা।

Advertisements

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে দুঃখপ্রকাশ করে জানানো হয়েছে, এই দুর্ঘটনায় একজন অভিজ্ঞ পাইলটকে হারাল ভারতীয় বায়ুসেনা। তাঁর অবদান জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবারকে প্রয়োজনীয় সবরকম সহায়তা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এই দুর্ঘটনার পর থেকেই প্রশ্ন উঠছে, কেন বারবার ভারতীয় সেনার যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ছে? পুরনো মডেল, যান্ত্রিক ত্রুটি না কি প্রশিক্ষণজনিত সমস্যা—এসব নিয়েই উদ্বেগ বেড়েছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মধ্যে।

ঘটনার পরে কেন্দ্রীয় সরকার এবং বায়ুসেনার উচ্চপর্যায়ের কর্তৃপক্ষ নিয়মিত পরিস্থিতির উপর নজর রাখছেন। উদ্ধার কাজ এখনও চলছে এবং যত দ্রুত সম্ভব রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এদিকে গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজনেরা শহিদ পাইলটের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দুর্ঘটনার ছবি ও ভিডিও। অনেকেই লিখছেন, “দেশের আকাশ রক্ষায় যাঁরা জীবন দেন, তাঁদের স্মরণ করাও আমাদের কর্তব্য।”

রাজস্থানের চুরু জেলার এই মর্মান্তিক দুর্ঘটনা আরও একবার প্রতিরক্ষা ব্যবস্থার নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত প্রশ্ন তুলে দিল। দেশবাসী এখন চায়, দ্রুত তদন্ত সম্পন্ন করে সঠিক তথ্য সামনে আনা হোক এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।