‘এবার কাজে ফিরুন’, আন্দোলনকারী চিকিৎসকদের নির্দেশ হাইকোর্টের

আরজি কর (RG Kar Case)-এর ঘটনায় গোটা দেশ সরগরম হয়েছে উঠেছে। মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় রীতিমতো ক্ষোভে ফুঁসছেন দেশবাসী। এদিকে ডিউটিরত মহিলা চিকিৎসককে…

আরজি কর (RG Kar Case)-এর ঘটনায় গোটা দেশ সরগরম হয়েছে উঠেছে। মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় রীতিমতো ক্ষোভে ফুঁসছেন দেশবাসী। এদিকে ডিউটিরত মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদ এবং সুরক্ষার দাবিতে দেশজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে একের পর এক চিকিৎসকদের সংগঠন। যে কারণে ইতিমধ্যে দেশের স্বাস্থ্য পরিসেবা বেশ খানিকটা প্রভাবিত হয়েছে। তবে এবার সকলকে কাজে ফেরার নির্দেশ দিল রাজ্যের হাইকোর্ট।

জানা গিয়েছে, শনিবার মধ্যপ্রদেশ হাইকোর্ট চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার করে কাজে ফেরার নির্দেশ দিয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব সচদেব এবং বিচারপতি রাজমোহন সিংয়ের ডিভিশন বেঞ্চে নরসিংহপুর জেলার বাসিন্দা অনশুল তিওয়ারির দায়ের করা আবেদনের শুনানি হয়। আইনজীবী সঞ্জয় আগরওয়াল ও আইনজীবী অঞ্জু আগরওয়াল বলেন, আদালত চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে। আদালত চিকিৎসকদের তাদের অভিযোগ আদালতে উপস্থাপনের নির্দেশ দিয়েছে।

   

কলকাতার এক হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন ও ভাঙচুরের প্রতিবাদে ১৭ অগাস্ট চিকিৎসকদের ধর্মঘটের ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার জন্য রাজ্য সরকার ও অন্যান্যদের জবাব দেওয়ার জন্য শুক্রবার নোটিশ জারি করেছিল হাইকোর্ট। কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন এবং হাসপাতালে ভাঙচুরের প্রতিবাদে ১৭ অগাস্ট সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার জন্য জরুরি পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)।

কিন্তু এরই মধ্যে মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালের কয়েকশো চিকিৎসক শুক্রবার থেকে কাজ বন্ধ করে দিয়েছেন। যে কারণে চিকিৎসা করাতে এসো খালি হাতে ফিরতে হচ্ছে রোগী ও রোগী পরিবারদের। তবে অনেক হয়েছে আর নয় এবার সকল চিকিৎসকের কাজে ফেরার নির্দেশ জারি করল মধ্যপ্রদেশ হাইকোর্ট।

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে গোটা দেশ উত্তাল। এহেন অবস্থায় এবার বড় সিদ্ধান্ত নিলেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) জাতীয় সভাপতি ডাঃ অশোকন। আসলে এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখবেন তিনি। শনিবার তিনি বলেন, এই ঘটনায় প্রধানমন্ত্রী মোদীর হস্তক্ষেপ করার সময় এসেছে।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছে অশোকন বলেন, “হ্যাঁ, আমরা প্রধানমন্ত্রীকে চিঠি লিখব। এটাই তাঁর হস্তক্ষেপের উপযুক্ত সময়। অবশ্যই, প্রধানমন্ত্রী মোদী তাঁর ১৫ আগস্টের ভাষণে মহিলাদের সুরক্ষার যে উল্লেখ করেছেন তা এমন একটি দিক যা দেখায় যে তিনি উদ্বিগ্ন। প্রধানমন্ত্রীকে চিঠি লিখলে খুব ভালো হয়। আইএমএ সেটাই করবে। ‘