বড় অ্যাকশন সরকারের, নিট-নেট বিতর্কে সরানো হল NTA-র ডিজিকে

NEET-UGC NET নিয়ে বর্তমানে উত্তাল হয়ে রয়েছে সমগ্র দেশ। পরীক্ষায় কারচুপি থেকে শুরু করে ইউজিসি নেট পরীক্ষা বাতিল… এই সব ঘটনাকে কেন্দ্র করে সমগ্র যুব…

NEET-UGC NET নিয়ে বর্তমানে উত্তাল হয়ে রয়েছে সমগ্র দেশ। পরীক্ষায় কারচুপি থেকে শুরু করে ইউজিসি নেট পরীক্ষা বাতিল… এই সব ঘটনাকে কেন্দ্র করে সমগ্র যুব সমাজ কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে। শুধু তাই নয়, বিরোধী দলগুলিও সরকারের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে। তবে এরই মাঝে রাতারাতি আরও বড় পদক্ষেপ নিল মোদী সরকার। সরকার চুপিসারে নিট-ইউজি এবং ইউজিসি-নেট পরীক্ষায় অনিয়মের অভিযোগে শনিবার রাতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) প্রধান সুবোধ কুমার সিংকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে ১৯৮৫ ব্যাচের অবসরপ্রাপ্ত অফিসার প্রদীপ সিং করোলাকে NTA- র নিয়মিত প্রধান নিয়োগ না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুবোধ কুমারের জায়গায় নতুন ডিজি করা হয়েছে। গত দু’মাস ধরেই দেশের সবচেয়ে বড় দুটি প্রতিযোগিতামূলক পরীক্ষা ন্যাশনাল এন্ট্রান্স টেস্ট-গ্র্যাজুয়েট (NEET UG) এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (UGC NET) এ অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিতর্কে জড়িয়েছে এনটিএ।

   

নিট-ইউজি এবং ইউজিসি-নেট বিতর্কের পরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে নিজেই একটি ব্যাখ্যা দিতে হয়েছিল। যদিও এতে চিড়ে ভেজেনি বলেই মনে হচ্ছে। দেশের জায়গায় জায়গায় অব্যাহত রয়েছে বিক্ষোভের আগুন।  বিরোধীরা এই বিষয়ে সরকারকে ক্রমাগত আক্রমণ করছে। এমন পরিস্থিতিতে এনটিএ প্রধানকে সরিয়ে বড়সড় পদক্ষেপ নিল সরকার।