Loksabha Election 2024: ‘বিরোধীদের ভোট দিলেই ফের দাঙ্গা হবে’, বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

লোকসভা ভোটের প্রাক্কালে (Loksabha Election 2024) বিরাট বড় মন্তব্য করে শিরোনামে উঠে এলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)।

আজ বৃহস্পতিবার বিহারের জামুইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা শুরু হয়। সেখানে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, “মাঝে মিথ্যে মিথ্যে করে আরজেডির সঙ্গে এক হয়েছিলাম তো। এখন ওরা অনেক কথা বলছে। কিন্তু যখন দেখলাম সকলে ভুল করছেন, তখন আমি ওদের আরজেডি ছেড়ে দিলাম। এখন বিজেপি ও আমরা চিরকাল একসঙ্গে থাকবো,আর কোনোদিন এদিক ওদিক হবে না। প্রধানমন্ত্রী মোদী ১০ বছর ধরে কেন্দ্রীয় সরকারে রয়েছেন এবং তিনি বিহার এবং দেশের জন্য অনেক কাজ করেছেন।’

   

মুখ্যমন্ত্রী আরো বলেন, ‘আমরা ক্ষমতায় আসার পর থেকে হিন্দু-মুসলিম দাঙ্গা বন্ধ হয়েছে, আমি মুসলিম সম্প্রদায়ের কাছে আবেদন করতে চাই যে আপনারা যদি ভুল করে বিরোধীদের ভোট দেন তবে আবার সেই দাঙ্গা শুরু হবে।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন