Tuesday, October 14, 2025
HomeBharatLoksabha Election 2024: মহাজোটে ঢুকে পড়ল আরও এক VIP দল, ধাক্কা খেল...

Loksabha Election 2024: মহাজোটে ঢুকে পড়ল আরও এক VIP দল, ধাক্কা খেল বিজেপি

লোকসভা ভোটের (Loksabha Election 2024) মুখে এবার কিছুটা হালে পানি পেল বলে মনে হচ্ছে আরজেডি। জানা গিয়েছে, এবার বিহারের মহাজোটে ঢুকে পড়ল মুকেশ সাহনির বিকাশশীল ইনসান পার্টি (ভিআইপি)।

Advertisements

এমনকি আরজেডি তাদের কোটা থেকে তিনটি আসন সাহনির দলের ভিআইপিকে দেওয়ার ঘোষণা করেছে। আরজেডি নেতা তেজস্বী যাদব বলেছেন যে তাঁর দল ২৬টি আসনের কোটার মধ্যে মুকেশ সাহনির দলকে তিনটি আসন দেবে। এই আসনগুলি হল গোপালগঞ্জ, ঝাঁঝরপুর ও মতিহারি। এর আগে জানা গিয়েছিল যে আরজেডি মুকেশ সাহনির সামনে সংযুক্তিকরণের প্রস্তাব দিয়েছিল, যা তিনি প্রত্যাখ্যান করেছিলেন।

Advertisements

যদিও ভোটের মুখে, মুকেশ সাহানির দল পেয়েছে গোপালগঞ্জ, ঝাঁঝরপুর ও মোতিহারি। তিনি বলেন, “আমি খুশি যে মুকেশ সাহানি এখন মহাজোটের সঙ্গে রয়েছেন। মহাজোটের সব শরিক দল তাকে আমাদের জোটে স্বাগত জানায়। ভারতীয় গণতন্ত্রের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মুকেশ সাহানি।” 

বিকাশশীল ইনসান পার্টির মুকেশ সাহানি বলেন, “আমরা লালুপ্রসাদ যাদবের আদর্শে বিশ্বাসী। বিজেপি আমাদের নেতাদের শিকার করার চেষ্টা করেছে এবং আমাদের দলকে শেষ করার চেষ্টা করেছে।” 

এই সংক্রান্ত আরও খবর

জনপ্রিয় সংবাদ