লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) মুখে ফের বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এবার ৪ জেলায় জেলাশাসক বদল করল জাতীয় নির্বাচন কমিশন।
শুধুমাত্র তাই নয়, গুজরাট, পাঞ্জাব, ওড়িশাতেও ডিএম, এসপি বদলের নির্দেশ দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন গুজরাট, পাঞ্জাব, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ এই চারটি রাজ্যে জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) এবং পুলিশ সুপার (এসপি) পদে নেতৃত্বের পদে নিযুক্ত নন-ক্যাডার অফিসারদের বদলির নির্দেশ জারি করেছে।
বদলি হওয়া অফিসাররা হলেন গুজরাটের ছোট উদয়পুর এবং আহমেদাবাদ গ্রামীণ জেলার এসপি। পঞ্জাবের পাঠানকোট, ফাজিলকা, জলন্ধর গ্রামীণ ও মালেরকোটলা জেলার এসএসপি। ঢেঙ্কানলের জেলাশাসক এবং ওড়িশার দেওগড় ও কটক গ্রামীণ পুলিশ সুপার এবং পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলার জেলাশাসক। পাশাপাশি, নির্বাচিত রাজনৈতিক প্রতিনিধিদের সঙ্গে আত্মীয়তা বা পারিবারিক সম্পর্কের কথা মাথায় রেখে পাঞ্জাবের ভাতিন্ডা ও অসমের সোনিতপুরের এসএসপি বদলির নির্দেশ দিয়েছে কমিশন।
Election Commission of India (ECI) issues transfer orders for non-cadre officers who are posted at leadership positions as District Magistrate (DM) and Superintendent of Police (SP) in four states namely Gujarat, Punjab, Odisha and West Bengal. Post of DM and SP in the district… pic.twitter.com/zoa6NIdxBr
— ANI (@ANI) March 21, 2024