নয়াদিল্লি: বিধাসনভা ভোটকে পাখির চোখ করে এবার আরও একটি প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি (BJP)। হ্যাঁ ঠিকই শুনেছেন। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি।
হাব্বাকাদাল থেকে অশোক ভাট, গুলাবগড় থেকে মহম্মদ আক্রম চৌধুরী, রিয়াসি থেকে কুলদীপ রাজ দুবে, শ্রী মাতা বৈষ্ণোদেবী থেকে বলদেব রাজ শর্মা, কালাকোট-সুন্দরবানি থেকে ঠাকুর রণধীর সিংকে প্রার্থী করেছে বিজেপি। বুধল থেকে চৌধুরী জুলফিকার আলি, থান্নামন্ডি থেকে মহম্মদ ইকবাল মালিক, সুরানকোটে সৈয়দ মুস্তাক আহমেদ বুখারি, পুঞ্চ হাভেলি থেকে চৌধুরী আবদুল গনি, মেন্ধর থেকে মুর্তজা খান, উধমপুর পশ্চিম থেকে পবন গুপ্তা, চেনানি থেকে বলবন্ত সিং মানকোটিয়াকে প্রার্থী করা হয়েছে।
এই তালিকায় ২৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। দলটি পর্যায়ক্রমে প্রার্থীদের নাম প্রকাশ করেছে। উল্লেখ্য, এর আগে সোমবার বিজেপি তাদের ৪০ জন তারকা প্রচারকের একটি তালিকাও প্রকাশ করেছিল। নির্বাচনী প্রচার পর্বে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া এই তালিকায় রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।
কিষাণ রেড্ডি, শিবরাজ সিং চৌহান, জিতেন্দ্র সিং, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, স্মৃতি ইরানি, জেনারেল (অবসরপ্রাপ্ত) ভি কে সিং, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা এবং হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর প্রচারের সময় জম্মু ও কাশ্মীরে যাবেন। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যে ১৮, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর তিন দফায় ভোটগ্রহণ হবে এবং ৪ অক্টোবর ফলাফল ঘোষণা করা হবে।