শিয়রে বিধানসভা ভোট, প্রথম দফার তালিকায় ৪০ জনের নাম ঘোষণা করবে BJP

চলতি বছর বেশ কিছু রাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা রয়েছে। এদিকে আসন্ন এই ভোটের আগে চমক দিতে তৈরি বিজেপি (BJP)-ও। তবে বিজেপি এবার ঝাড়খণ্ডে বিরাট…

চলতি বছর বেশ কিছু রাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা রয়েছে। এদিকে আসন্ন এই ভোটের আগে চমক দিতে তৈরি বিজেপি (BJP)-ও। তবে বিজেপি এবার ঝাড়খণ্ডে বিরাট চমক দেওয়ার জন্য তৈরি হচ্ছে গেরুয়া শিবির। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করে দিয়েছে বিজেপি।

জানা গিয়েছে, বিজেপির জাতীয় সংগঠনের সাধারণ সম্পাদক বিএল সন্তোষ, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্য সভাপতি বাবুলাল মারান্ডি এবং তাঁর দলের সাথে বৈঠক করেছেন এবং টিকিটের মানদণ্ড নির্ধারণ করেছেন।

   

ভোটের আগে বিধানসভা স্তর পর্যন্ত পূর্ণকালীন একটি দল দাঁড় করিয়েছে বিজেপি। এখন এই দল প্রার্থীর পক্ষে মণ্ডল সভাপতি ও তাঁর টিমের কাছ থেকে ফিডব্যাক নেবেন এবং রাজ্য সংগঠনের সাধারণ সম্পাদককে জানাবেন। এলাকায় টিকিট চাওয়া নেতার প্রাপ্যতা ও জনপ্রিয়তা জানতে একটি সমীক্ষাও চালাচ্ছে দলগুলি। লোকসভা ভোটের মতো পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমেও প্রার্থীদের সম্পর্কে তথ্য পাবে দলটি। এরপর প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে তিনজন করে প্রার্থীর প্যানেল তৈরি করা হবে।

বিজেপির রাজ্য সভাপতি বাবুলাল মারান্ডি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা, সিপি সিং, গীতা কোড়াক দলে রয়েছেন। সংগঠনের সাধারণ সম্পাদক বিএল সন্তোষ জানিয়েছেন, খুব শিগগিরই বড় নেতাদের নাম ঘোষণা করা হবে। ২০ জুলাই বর্ধিত কার্যনির্বাহী কমিটির বৈঠকের এক সপ্তাহ পরে বিজেপি ৪০ টি বিধানসভা আসনের প্রার্থী ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।

২০ জুলাইয়ের পর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সাঁওতাল পরগনা সফরে যাবেন। হিমন্ত বিশ্ব শর্মা তিন দিনের জন্য সাঁওতাল পরগনার জেলাগুলিতে ভ্রমণের পরিকল্পনা করে কাজ করবেন। যখন শিবরাজ কোলহান সফর করবেন।