Bihar: মোদী সরকারের অগ্নিপথ প্রকল্প বিরোধী ক্ষোভে জ্বলল বিজেপি অফিস, আহত পুলিশ কর্মী

বিহার জ্বলছে। রাজ্যের (Bihar) এনডিএ সরকারের নিয়ন্ত্রনে নেই পরিস্থিতি। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের প্রশাসন কর্মহীন যুবকদের ক্ষোভের মুখে অসহায়। একের পর এক স্টেশনে আগুন, ট্রেন জ্বালিয়ে…

Bihar: মোদী সরকারের অগ্নিপথ প্রকল্প বিরোধী ক্ষোভে জ্বলল বিজেপি অফিস, আহত পুলিশ কর্মী

বিহার জ্বলছে। রাজ্যের (Bihar) এনডিএ সরকারের নিয়ন্ত্রনে নেই পরিস্থিতি। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের প্রশাসন কর্মহীন যুবকদের ক্ষোভের মুখে অসহায়। একের পর এক স্টেশনে আগুন, ট্রেন জ্বালিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। এবার ক্ষোভের আগুনে পুড়ল বিজেপি অফিস।

শুধু বিহার নয়। ‘চুক্তিভিত্তিক অস্থায়ী সেনা’ নিয়োগ বা অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় রণক্ষেত্র একাধিক রাজ্য। দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ডে শুরু হয়েছে আন্দোলন। সবথেকে বেশি প্রভাব পড়েছে বিহারে।

এদিন সকাল থেকে একাধিক ট্রেনে আগুন লাগিয়ে দেয় আন্দোলনকারীরা। গোপালগঞ্জে একটি ফাঁকা ট্রেনে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। আবার কোথাও আন্দোলনকারীদের ছোঁড়া পাথরের আঘাতে আহত হন পুলিশ কর্মী।

সকাল থেকেই ছাত্রদের বিক্ষোভে উত্তপ্ত ছিল নওয়াদা। এলাকার বিজেপি বিধায়ক অরুণা দেবীর গাড়িতে হামলার অভিযোগ ওঠে। গাড়ি চালক, দুই নিরাপত্তা রক্ষী ও দুই কর্মী জখম হয়েছেন। পুলিশে অভিযোগ জানিয়েছেন তিনি। বিজেপি দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে। গোটা পার্টি অফিস তছনছ করে দেওয়া হয়েছে।

Advertisements

Bihar: মোদী সরকারের অগ্নিপথ প্রকল্প বিরোধী ক্ষোভে জ্বলল বিজেপি অফিস, আহত পুলিশ কর্মী

অশান্তির ঘটনার জেরে ২২টি ট্রেন বাতিল করা হয়েছে। ছ’টি ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। বিক্ষোভের জেরে পটনা-গয়া, বারাউনি-কাটিহার ও দানাপুর-ডিডিইউ শাখায় ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়েছে। বক্সারের স্টেশন ম্যানেজার রাজন কুমার জানিয়েছেন, অবরোধের জেরে বেশ কয়েকটি ট্রেন মাঝপথে আটকে পড়েছে।