Amarnath Yatra: পঞ্চতরণীর পথ ধরে ফের অমরনাথ দর্শন শুরু

Amarnath Yatra

মেঘভাঙা বৃষ্টির জেরে একাধিক মানুষের মৃত্যু ঘটেছে। এছাড়া এখনও অবধি নিখোঁজ রয়েছেন একাধিক মানুষ। এরই মাঝে মধ্য কাশ্মীরের গান্দেরবাল জেলার বালতাল রুট থেকে মঙ্গলবার বার্ষিক অমরনাথ যাত্রা (Amarnath Yatra) পুনরায় শুরু হয়েছে।

Advertisements

সোমবার ঐতিহ্যবাহী পহেলগাম রুট থেকে চন্দনওয়াড়ির একটি বিকল্প রুট থেকে যাত্রাটি আংশিকভাবে পুনরায় শুরু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, তীর্থযাত্রীদের একটি নতুন দল খুব সকালে বালতাল বেস ক্যাম্প থেকে দক্ষিণ কাশ্মীর হিমালয়ের ৩,৮৮০ মিটার উঁচু গুহা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়। ৭,০০০ এরও বেশি তীর্থযাত্রীর একটি নতুন দল মঙ্গলবার ভোরে কাশ্মীরের পহেলগাম এবং বালতালের দুটি বেস ক্যাম্পের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থার অধীনে জম্মু শহরের ভগবতী নগর বেস ক্যাম্প ত্যাগ করেছে।’

   
Advertisements

প্রসঙ্গত, গত ৩০ জুন গান্দেরবাল জেলার পহেলগাম ও বালতালের দুটি বেস ক্যাম্প থেকে ৪৩ দিনের এই বার্ষিক যাত্রা শুরু হয়। প্রথা অনুযায়ী, ১১ আগস্ট রাখিবন্ধনের দিন পবিত্র গুহা মন্দিরে যাত্রা শেষ হবে।