HomeBharatপ্রকৃত নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষে জড়াল ভারত-চিনের সেনা? জানুন বিশদে

প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষে জড়াল ভারত-চিনের সেনা? জানুন বিশদে

- Advertisement -

সীমান্তে বিবাদ যেন থামারই নাম নিচ্ছে না। একদিকে ভারত-পাকিস্তান, অন্যদিকে ভারত-চিন, এই দুই দেশকে নিয়ে ভারতের মাথাব্যাথার শেষ নেই। তবে বারবার শিরোনামে উঠে এসেছে ভারত ও চিনের মধ্যেকার বিবাদের ঘটনা। ভারত ও চিনের (India-China Tension) মধ্যে সীমান্ত বিবাদ নতুন নয়।

২০২০ সালে পূর্ব লাদাখে দুই দেশের সেনাবাহিনী মুখোমুখি হয়েছিল। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষও হয়েছিল। এই ঘটনায় সেই সময়ে ভারতীয় সেনার অনেকেই শহীদ হয়েছিলেন বলে জানা যায়। চিনা সেনাবাহিনীরও বেশ কয়েকজন মারা যায় কিন্তু সেইসময় এই নিয়ে ‘স্পিকটি নট’ ছিল চিন। তবে এসবের মাঝে শোনা যাচ্ছে ফের নাকি প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (LAC) দুই দেশের সেনাবাহিনীর মধ্যে উত্তেজনার আবহ বিরাজ করছে। সত্যিই কি তাই? এই বিষয়ে অবশ্য মুখ খুলেছে ভারতীয় সেনা। আর ভারতীয় সেনা যা বলেছে তা শুনে চমকে গিয়েছেন সকলে।

   

২০২০ সালের গালওয়ান সংঘর্ষের ঘটনার পর সীমান্তে উত্তেজনা কমাতে দু’পক্ষের মধ্যে দফায় দফায় আলোচনাও হয়েছে। পূর্ব লাদাখে ভারতীয় সেনাবাহিনী ও চিনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) মধ্যে উত্তেজনা কমানোই এই বৈঠকের একমাত্র উদ্দেশ্য ছিল। এদিকে, পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) আবারও চিনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের সংঘর্ষ হয়েছে বলে দাবি করা হয়েছে। এলএসি-র পরিবেশ ক্রমাগত খারাপ হচ্ছে বলেও দাবি করা হচ্ছে। এ নিয়ে দুই সেনার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা সীমান্তে উত্তেজনা বাড়িয়ে তুলেছে।

জদিও গোটা বিষয়টি নিয়ে ভারতীয় সেনার তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। ভারতীয় সেনার তরফে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্ট করা হয়েছে। এতে পূর্ব লাদাখে চিনা সেনার সঙ্গে সংঘর্ষের খবরকে ভুয়ো বলে দাবি করা হয়েছে। সেনাবাহিনীর তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সীমান্তে এমন কোনও ঘটনা ঘটেনি। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সকলের গুজব এড়িয়ে চলা উচিত। 

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular