গুলাম নবী আজাদ (Ghulam Nabi Azad) এখন প্রাক্তন কংগ্রেসি। যেমন কপিল সিব্বাল ও হার্দিক প্যাটেলের মতো নেতারা। তবে দলত্যাগী নেতাদের জন্য কোনও নরম ভাব দেখালেন না রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর বার্তা, যারা সংঘ পরিবার ও বিজেপিকে ভয় পাচ্ছেন তারা কংগ্রেস (Congress) ছেড়ে দিন। এতে দলের কোনও ক্ষতি হবে না।
দীর্ঘ সময়ের কংগ্রেস নেতা ও জম্মু কাশ্মীরের প্রাক্তন মু়খ্যমন্ত্রী গুলাম নবী আজাদ দলত্যাগ করেছেন। তিনি ইস্তফাপত্রে রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করেন। সোনিয়া গান্ধীকে লেখা পদত্যাগপত্রে রাহুল গান্ধীর আচরণ শিশুসুলভ বলে কটাক্ষ করেছেন গুলাম নবী আজাদ। এর পরেই কড়া বার্তা এলো রাহুলের দিক থেকে।
নয়াদিল্লির রাজনৈতিক মহলে আলোচনা, গুলাম নবীকে টানতে পারেন মোদী। দুজনের মধ্যে সুসম্পর্ক। কাশ্নীরের বিধানসভা ভোটে নবীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করার কথা ভাবছে বিজেপি। তবে তিনি বিজেপিতে যোগ দেওয়ার পরেই তেমন বড় সিদ্ধান্ত নিতে পারেন মোদী ও অমিত শাহ।
৫২ বছরের কংগ্রেস সম্পর্ক ত্যাগ করে গুলাম নবী আজাদ এখন আক্ষরিক অর্থেই ‘আজাদ’ (স্বাধীন)। এ দিনই কংগ্রেসের হাত ছেড়েছেন আরও ১২ জন নেতা৷ কংগ্রেস ত্যাগ করতে পারেন আনন্দ শর্মা।