বিশেষভাবে সক্ষমের কোটায় চাকরি, পূজার পর এবার নজরে অবসরপ্রাপ্ত আইএএস অভিষেক

প্রশ্নের মুখে প্রশিক্ষণার্থী আইএএস অফিসার পূজা খেদকরে যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। অনগ্রসর শ্রেণির কোটা এবং বিশেষভাবে সক্ষম হওয়ার সুবিধার অপব্যবহারের অভিযোগ উঠেছে ২০২৩ ব্যাচের এই…

after puja khedkar ex-ias officer abhishek singh under fire over disability claim, বিশেষভাবে সক্ষমের কোটায় চাকরি, পূজার পর এবার নজরে অবসরপ্রাপ্ত আইএএস অভিষেক

প্রশ্নের মুখে প্রশিক্ষণার্থী আইএএস অফিসার পূজা খেদকরে যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। অনগ্রসর শ্রেণির কোটা এবং বিশেষভাবে সক্ষম হওয়ার সুবিধার অপব্যবহারের অভিযোগ উঠেছে ২০২৩ ব্যাচের এই আইএএসের বিরুদ্ধে। আপাতত তাঁকে ওয়াশিমে বদলি করেছে মহারাষ্ট্র সরকার। পূজা খেদকরের ভুয়ো শংসাপত্রের বিষয়টি সামনে আসার পরই তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্র। আর তাতেই স্ক্যানারে বিশেষভাবে সক্ষমতার কোটায় চাকরি পাওয়া আরেক প্রাক্তন আইএএস অফিসার অভিষেক সিং।

অভিষেক সিং ২০১১ ব্যাচের একজন আইএএস অফিসার। অভিনেতা হওয়ার জন্য তিনি গত বছরপ পদত্যাগ করেন। সম্প্রতি অভিষেকের নাচ এবং জিমের ভিডিও ভাইরাল হয়।

   

কোটার আওতায় অভিষেক সিং আইএএসের চাকরি পান, ইউপিএসসির নথি অনুসারে এমনই জানা গিয়েছে। ওই নথিতে, লোকোমোটর ডিসেবিলিটি বা এলডি আক্রান্ত হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ তিনি হাড় এবং স্নায়ুর রোগে আক্রান্ত। পূজা খেড়করের জাল শংসাপত্র সামনে আসার পরই এবার অভিষেকের শংসাপত্র এবং তাঁর যোগ্যতা নিয়েও উঠছে প্রশ্ন। সোশাল মিডিয়ায় অভিষেকের ভিডিও-য় একাধিক কমেন্ট করেছেন নেটিজেনরা। একজন নেটিজনের প্রশ্ন, ‘অভিষেক সিং কি সত্যিই আইএএস হওয়ার যোগ্য?’

অন্য এক নেটিজেনদের দাবি, ‘অভিষেক সিংকে উত্তর প্রদেশ সরকার বরখাস্ত করেছে। সংসদ সদস্য হওয়ার পর তাতে সফল না হওয়ায় ফের আইএএসে যোগ দেওয়ার চেষ্টা করেন অভিষেক। তবে তাঁকে চাকরিতে পুনর্বহালের পরিবর্তে রাজনীতিতে মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হয়।’

আগামী ৪৮ ঘণ্টায় তুমুল বৃষ্টির সম্ভাবনা, একাধিক রাজ্যে জারি ‘রেড’ অ্যালার্ট

তবে, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিয়েছেন অভিষেক সিং। তাঁর সাফ দাবি, ‘সংরক্ষণ’ ব্যবস্থা সমর্থন করার জন্যই তাঁকে নিশানা করা হচ্ছে। যদিও অভিষেক সিং সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ। তবুও এক্স হ্যান্ডেলে মুখ খুলেছেন অভিষেক। লিখেছেন, ‘যেহেতু আমি সংরক্ষণকে সমর্থন করা শুরু করেছি তাই আমাকে টার্গেট করা হচ্ছে। আমার জাত এবং আমার চাকরি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। আমি কঠোর পরিশ্রম এবং সাহসের মাধ্যমে সবকিছু অর্জন করেছি। সংরক্ষণের মাধ্যমে নয়।’ তাঁর সংযোজন, ‘আমি সমালোচনায় বিরক্ত হই না। কিন্তু আমার জীবনে এই প্রথম আমি আমার সমালোচকদের জবাব দিচ্ছি, কারণ তা না হলে আমার সমর্থকরা বলেছেন যে তাঁদের মনোবল ভেঙে যাবে।’

উল্লেখ্য, প্রশিক্ষণপ্রাপ্ত আইএএস পূজা খেদকর নিজের ব্যক্তিগত অডিতে সাইরেন ব্যবহার করতেন বলে অভিযোগ। এছাড়াও তাঁর আলাদা বাড়ি, গাড়ির দাবি উত্থাপনে বিতর্কিত হয়েছিল। নীচুস্তরের কর্মীদের বাড়তি সুযোগ দেওয়ারও অভিযোগ উঠেছিল। পূজা খেদকার UPSC-তে জমা দেওয়া একটি হলফনামায় দৃষ্টি ও মানসিকভাবে প্রতিবন্ধী বলে নিজেকে দাবি করেছেন। কিন্তু সেগুলি নিশ্চিত করতে বাধ্যতামূলক মেডিক্যাল পরীক্ষা করাতে অস্বীকার করেছিলেন।

পূজা খেদকরের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে এক সদস্যের কমিটি গঠন করেছে কেন্দ্র। পূজা খেদকর দোষী প্রমাণিত হলে তাকে বরখাস্ত করা হতে পারে বলে সূত্রের খবর। তথ্য গোপন এবং ভুল জবাবদিহির বিষয়টি প্রমাণিত হলে পূজাকে ফৌজদারি ব্যবস্থারও মুখোমুখি হতে পারে।