কুলগামের পর এবার কাঠুয়ায় এনকাউন্টার, চলছে গুলির লড়াই

ফের উতপ্ত উপত্যকা। ভূস্বর্গের বাতাসে মিশেছে বারুদের গন্ধ। জম্মু ও কাশ্মীরের কুলগামের পর এবার কাঠুয়ার বিলওয়ার এলাকায়ও নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে চলছে গুলির লড়াই।সন্ত্রাসীদের…

J & K Attack

ফের উতপ্ত উপত্যকা। ভূস্বর্গের বাতাসে মিশেছে বারুদের গন্ধ। জম্মু ও কাশ্মীরের কুলগামের পর এবার কাঠুয়ার বিলওয়ার এলাকায়ও নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে চলছে গুলির লড়াই।সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাঠুয়ার বিলওয়ার গ্রামে যৌথ তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। ধারণা করা হচ্ছে ওই এলাকায় জইশ সন্ত্রাসীরা লুকিয়ে আছে। উভয় তরফে কয়েক রাউন্ড গুলি চালানো হয়। বর্তমানে নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে সঙ্গে চলছে তল্লাশি অভিযান।

কুলগাম এনকাউন্টারে দুই সন্ত্রাসবাদী নিহত এবং জম্মু ও কাশ্মীর পুলিশের এক অফিসার সহ পাঁচ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। নিহত দুই সন্ত্রাসীর কাছ থেকে অনেক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, এ পর্যন্ত ২টি একে৪৭ রাইফেল, ৫টি ম্যাগাজিন, পিস্তল ও অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে।

   

নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা বলেন, সুত্র মারফৎ তথ্যের ভিত্তিতে, নিরাপত্তা বাহিনী অনুসন্ধান অভিযান শুরু করেছিল। আদিগাম গ্রামে সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা সুত্রে তথ্য পাওয়া যায়। এর পরেই সেনা, পুলিশ এবং সিআরপিএফ মিলে এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে।

গত কয়েক মাসে উপত্যকায় লাগাতার অনুপ্রবেশের চেষ্টা ও সান্ত্রাসবাদী হামলা চালিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে চাইছে পাক মদতপুষ্ট জঙ্গিরা, বলে মত আন্তজাতিক মহলের। তবে ভারতীয় নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি বার বার বানচাল করছে সন্ত্রাসবাদীদের হামলার ছক।