কর্নাটক-মহারাষ্ট্রের পর এবার বিহার, ‘ওয়ান পার্সন, ওয়ান ভোট’ প্রশ্নে সরব রাহুল

ফের জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর অভিযোগ, গত বছর কর্নাটক ও মহারাষ্ট্রে শাসক দল বিজেপির সঙ্গে হাত…

Rahul Gandhi claims election rigging

ফের জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর অভিযোগ, গত বছর কর্নাটক ও মহারাষ্ট্রে শাসক দল বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কমিশন ব্যাপক ভোট কারচুপি করেছে। এবার বিহারের বিশেষ ভোটার তালিকা সংশোধনের নামেও একই কৌশল প্রয়োগের প্রস্তুতি চলছে বলে দাবি করেন তিনি।

মঙ্গলবার সংসদ চত্বরে সাংবাদিকদের রাহুল বলেন, “অনেক আসন আছে। এক-দু’টো নয়, সারা দেশে পরিকল্পিত ভাবে এই কাজ করা হচ্ছে। কমিশনও এটা জানে। আগে প্রমাণ ছিল না, এখন আছে।” এই প্রসঙ্গেই রাহুলের স্পষ্ট কথা, “আমরা সংবিধান বাঁচানোর লড়াই করছি কারণ কমিশন ‘ওয়ান পার্সন, ওয়ান ভোট’-এর দায়িত্ব পালন করছে না।” তাঁর কথায়— ‘আভি পিকচার বাকি হ্যায়’। এখনও অনেক কিছু প্রকাশ বাকি আছে।

   

সম্প্রতি ভোট কারচুপির ইস্যুতে সংসদের বাইরে বিক্ষোভে যোগ দেন রাহুল, প্রিয়ঙ্কা গান্ধী, অখিলেশ যাদব, সঞ্জয় রাউতসহ ‘ইন্ডিয়া’ জোটের ৩০ জন সাংসদ। দাবি ছিল— স্ক্যান করা নয়, মেশিন-রিডেবল ভোটার তালিকা প্রকাশ করতে হবে, যাতে সহজে ভুল ধরা যায়। ওই বিক্ষোভ চলাকালীন তাঁদের দিল্লি পুলিশ গ্রেফতার করে।

রাহুলের অভিযোগ, ২০২৪ সালের লোকসভা ভোটে কর্নাটকের বেঙ্গালুরু সেন্ট্রাল আসনে ১.০২ লক্ষ অবৈধ ভোট পড়েছে। এমনকি এক ঠিকানায় ৮০ জন ভোটারের নামও নথিভুক্ত হয়েছে। এই আসনে বিজেপির পি সি মোহন কংগ্রেস প্রার্থী মন্সুর খানকে ৩৩ হাজার ভোটে হারিয়েছেন। মহারাষ্ট্র বিধানসভা ভোটেও নাকি এক কোটি ‘নকল ভোটার’ যুক্ত হয়েছিল তালিকায়।

Advertisements

বিহারের বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়েও আপত্তি তুলেছে বিরোধীরা। বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন।

অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তাদের দাবি, প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ এবং এ ধরনের মন্তব্য কেবল বিভ্রান্তি ছড়ায়। কমিশনের কড়া জবাব— রাহুল প্রমাণসহ শপথপত্রে সই করে অভিযোগ পেশ করুন। বিজেপিও রাহুলের বিরুদ্ধে সংবিধানিক সংস্থাকে কলঙ্কিত করার অভিযোগ এনেছে।