বিরোধী আসন বেছে নিল INDIA, মমতার উপর মোদীর চাপ বাড়বে?

সরকারে নয় বিরোধী আসনেই বসবে বলে শরিকদের যৌথ বৈঠকে সিদ্ধান্ত নিল কংগ্রেস নেতৃত্বের INDI জোট। বুধবার জোটের বৈঠক থেকে ইন্ডিয়া (INDIA) ব্লক স্পষ্ট করে দিয়েছে…

INDIA, Congress, TMC, NDA, BJP, Mamata Banerjee, Modi

সরকারে নয় বিরোধী আসনেই বসবে বলে শরিকদের যৌথ বৈঠকে সিদ্ধান্ত নিল কংগ্রেস নেতৃত্বের INDI জোট। বুধবার জোটের বৈঠক থেকে ইন্ডিয়া (INDIA) ব্লক স্পষ্ট করে দিয়েছে যে তারা এখনই সরকার গঠনের চেষ্টা করবে না। বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, আমরা এখনই সরকার গঠনের চেষ্টা করব না। সঠিক সময় এলে আমরা সিদ্ধান্ত নেব।

তিনি বলেন, ভারতের সংবিধান রক্ষার জন্যই এই আদেশ। ইন্ডিয়া ব্লক বিজেপির ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।মল্লিকার্জুন খড়গে বলেন, ভারতের সংবিধান রক্ষার জন্যই এই জনাদেশ।

   

ভোটের সময় একলা লড়াই করলেও পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস ফলাফল ঘোষণার পর ইন্ডিয়া জোটের বৈঠককে স্বাগত জানায়। তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের সরকার গড়ার জন্য তৎপরতা দেখান। রাজনৈতিক বিশ্লেষণে উঠে আসছে, এনডিএ জোট সরকার গঠন করলেই ফের পশ্চিমবঙ্গে ইডি ও সিবিআই তৎপরতা বাড়বে।

মমতার দাবি, বিরোধীদের উপর রাজনৈতিক চাপ তৈরি করার জন্য কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করছে বিজেপি। তবে বিজেপির দাবি, দুর্নীতির তদন্ত চলছে।

রাজনৈতিক বিশ্লেষণে উঠে আসছে, এবার পশ্চিমবঙ্গে বিজেপির বিপর্যয়ের পর আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মমতার উপর তীব্র রাজনৈতিক চাপ তৈরি করতে চলেছেন মোদী।