বুধবার জাতীয় গণতান্ত্রিক জোট (NDA) এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হল। জোটের বৈঠকে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব গৃহীত হয়েছে, যার মাধ্যমে আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য উপরাষ্ট্রপতি নির্বাচনের (Vice president) প্রার্থী নির্বাচনের পূর্ণ ক্ষমতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডার (J.P Nadda) হাতে তুলে দেওয়া হয়েছে।
এই বৈঠকের সভাপতিত্ব করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেন, “প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নেবেন তা সকল জোট দল গ্রহণ করবে।” প্রস্তাবটি উত্থাপন করেন জনতা দল (ইউনাইটেড)-এর নেতা রাজীব রঞ্জন সিং এবং তা সমর্থন করেন তেলুগু দেশম পার্টির (TDP) প্রতিনিধি রাম মোহন নাইডু। উপস্থিত ছিলেন এনডিএ-র অন্যান্য শরিক দলের ফ্লোর নেতারাও।
জানা যাচ্ছে, উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে ১২ আগস্ট নাগাদ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ আগস্ট।
সভায় অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শিবসেনা (শিন্ডে গোষ্ঠী)-র শ্রীকান্ত শিন্ডে, লোক জনশক্তি পার্টির চিরাগ পাসোয়ান, টিডিপির লাভু কৃষ্ণ দেবরায়ালু এবং রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার রামদাস আঠাওয়ালে। এ ছাড়াও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বিজেপির যে কোনও সিদ্ধান্তকে নিঃশর্ত সমর্থন করার কথা জানিয়ে দেন।
বৈঠকে নির্বাচন প্রক্রিয়া এবং মনোনয়ন জমা দেওয়ার বিভিন্ন ধাপ নিয়েও আলোচনা হয়। জানা গেছে, বিজেপি প্রার্থী চূড়ান্ত হওয়ার পর জোটের সিনিয়র নেতাদের সেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। সম্ভাব্য প্রার্থী হিসেবে এমন কাউকে বেছে নেওয়া হবে যিনি দীর্ঘদিন ধরে মোদীর আস্থাভাজন বলে পরিচিত।
বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তাঁর মধ্যবর্তী মেয়াদে পদত্যাগ করায় এই নির্বাচন অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। যদিও তিনি স্বাস্থ্যগত কারণ দেখিয়েছেন, রাজনৈতিক মহলে জল্পনা চলছে, সরকারের সঙ্গে মতবিরোধই হয়তো তাঁর পদত্যাগের প্রকৃত কারণ।
উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোট দেন সংসদের উভয় কক্ষের সদস্যরা। এই মুহূর্তে এনডিএ জোট সংসদে যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা রাখে, ফলে তাদের মনোনীত প্রার্থীর জয় প্রায় নিশ্চিত বলেই ধরা হচ্ছে।