Siachen: ৩৮ বছর পর মিলল সেনা জওয়ানের মরদেহ

৩৮ বছর পর মিলল ভারতীয় সেনা জওয়ানের মৃতদেহ। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ভারত ও পাকিস্তানের মধ্যে সিয়াচেন (Siachen) সংঘর্ষে জড়িত ১৯ কুমায়ুন রেজিমেন্টের ল্যান্স…

৩৮ বছর পর মিলল ভারতীয় সেনা জওয়ানের মৃতদেহ। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ভারত ও পাকিস্তানের মধ্যে সিয়াচেন (Siachen) সংঘর্ষে জড়িত ১৯ কুমায়ুন রেজিমেন্টের ল্যান্স নায়েক চন্দ্রশেখর হারবোলার মরদেহ ৩৮ বছর পর সিয়াচেনে পাওয়া গেছে।

ভারতীয় সেনার তরফে ইতিমধ্যে তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। বলা হচ্ছে, সোমবার তাঁর দেহ হালদওয়ানিতে নিয়ে আসা হবে। এরপর সামরিক মর্যাদায় শহিদ সেনা জওয়ানকে দাহ করা হবে।

   

জানা গিয়েছে, মূলত আলমোড়া জেলার দ্বারহাটের হাথিগুর বিনতার বাসিন্দা চন্দ্রশেখর হরবোলা ১৯ কুমায়ুন রেজিমেন্টের ল্যান্স নায়েক ছিলেন। ১৯৭৫ সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৮৪ সালে সিয়াচেনের জন্য যুদ্ধ হয় ভারত ও পাকিস্তানের মধ্যে। ভারত এই মিশনের নাম দিয়েছিল অপারেশন মেঘদূত।

ভারত সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করা হয়। তাতে ১৫ জন সেনার নিথর দেহ পাওয়া গেলেও পাঁচ সেনাকে খুঁজে পাওয়া যায়নি। রবিবার রানিখেতের সৈনিক গ্রুপ সেন্টার শহিদ চন্দ্রশেখর হরবোলার পরিবারের সদস্যদের কাছে খবর পাঠায় যে, সিয়াচেনে তাঁর দেহ পাওয়া গিয়েছে। তাঁর সঙ্গে আরও এক জওয়ানের দেহ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।

১৯৮৪ সালের মে মাসে সিয়াচেনে টহল দেওয়ার জন্য ভারত ২০ জন সেনার একটি দল পাঠিয়েছিল। এর মধ্যে ল্যান্স নায়েক চন্দ্রশেখর হারবোলাও ছিলেন। সিয়াচেনে হিমবাহ ভেঙে যাওয়ার কারণে সমস্ত সেনা এর কবলে পড়েন। শেষ হয়ে যায় সকলের জীবিত থাকার আশা।

এই ২০ জন জওয়ান দুর্ঘটনার শিকার হন।
১) পি এস পুন্ডির, জেলা-প্রয়াগরাজ (এলাহাবাদ)
২) মোতি সিং, জেলা- পিথোরাগড়
৩) গোবিন্দ বল্লভ, জেলা আলমোড়া
৪) ভাগবত সিং, জেলা-আলমোড়া
৫) দয়াকিশান, জেলা-নৈনিতাল
৬) রাম সিং, জেলা নৈনিতাল
৭) চন্দ্র শেখর হরবোলা, আলমোড়া জেলা
৮) চন্দ্রশেখর, জেলা- পিথোরাগড়
৯) জগৎ সিং, ডিস্ট্রিক্ট পিথোরাগড়
১০) গঙ্গা সিং, জেলা আলমোড়া
১১) মহেন্দ্র পাল সিং, পিথোরাগড়
১২) জগৎ সিং, ডিস্ট্রিক্ট পিথোরাগড়
১৩) হায়াত সিং, পিথোরাগড় জেলা
১৪) ভূপাল সিং, পিথোরাগড়
১৫) নরেন্দ্র সিং, জেলা- পিথোরাগড়
১৬) রাজেন্দ্র সিং, জেলা- আলমোড়া
১৭) ভীম সিং, জেলা পিথোরাগড়
১৮) মোহন সিং ভান্ডারী, আলমোড়া জেলা
১৯) পুষ্কর সিং, পিথোরাগড়
২০) জগদীশ চন্দ্র, পিথোরাগড়