তৃণমূলের ১০ সাংসদ-বিধায়ক যৌন হেনস্থায় অভিযুক্ত, বিজেপি শীর্ষে ও দ্বিতীয় কংগ্রেস

আরজি কর (RG Kar) কাণ্ডে উত্তাল গোটা দেশ। এই ঘটনায় রাজনৈতিক যোগসূত্রে থাকায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। বিচারের দাবিতে প্রতিবাদে সামিল হয়েছে রাজ্যের প্রতিটি…

ADR report sexual case against political parties of india

আরজি কর (RG Kar) কাণ্ডে উত্তাল গোটা দেশ। এই ঘটনায় রাজনৈতিক যোগসূত্রে থাকায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। বিচারের দাবিতে প্রতিবাদে সামিল হয়েছে রাজ্যের প্রতিটি পেশার মানুষ। এর এই অবস্থায় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যৌন হেনস্থা মামলায় অভিযুক্ত সাংসদ-বিধায়কদের তালিকা প্রকাশ করল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রাইটস বা এডিআর (ADR Report)।  আর এতে পঞ্চম স্থানে রয়েছে তৃণমূল। প্রথম ও দ্বিতীয় স্থানে বিজেপি ও কংগ্রেস।

এবার ফাইনাল অ্যাকশন, ২০২৬ শেষ হবে মাওবাদ, স্পষ্ট বার্তা কেন্দ্রের

   

কী রয়েছে রিপোর্টে?

ওই রিপোর্টে বলা হয়, লোকসভা ও রাজ্যসভার ৭৫৫জন সাংসদ এবং দেশের ৩৯৩৮জন বিধায়কের মধ্যে ১৫১ জনের বিরুদ্ধে যৌন নিপীড়ন-সহ নারী নির্যাতনের অভিযোগ আছে। তাদের মধ্যে ১৩৫জন বিধায়ক ও ১৬জন সাংসদ।

ভোট পর্যবেক্ষক সংস্থা অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফমর্স (এডিআর) প্রার্থীদের হলফনামা পর্যালোচনা করে জানিয়েছে, অভিযোগের তালিকায় ধর্ষণের মতো গুরুতর অভিযোগও আছে দেশের আইন প্রণেতাদের বিরুদ্ধে।

আরজি কর দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের জালে ‘সন্দীপ ঘনিষ্ট’ ফরেন্সিক অধ্যাপক

এডিআর প্রতিটি নির্বাচনের পরই এই জাতীয় পরিসংখ্যান প্রকাশ করে থাকে। তারা নতুন করে তথ্য প্রকাশ করেছে আরজি করের ঘটনার প্রেক্ষিতে গোটা দেশ সরব হওয়ায়। দাবি উঠেছে আরও কঠোর আইনের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিষয়ে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে কঠোর আইন চেয়ে সরব হন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখা যাচ্ছে সংসদ, বিধানসভায় যারা আইন প্রণয়ন করেন সেই সাংসদ-বিধায়কদের অনেকেই নারীর প্রতি জঘন্য আচরণে অভিযুক্ত। আবার সেই নেতাদেরই মানুষ বিপুল ভোটে জিতিয়েছে।

দোষীরা শাস্তি পাক আগে, কর্মবিরতিতে অনড় চিকিত্সকেরা

বিজেপির মোট ৫৪জন সাংসদ এই ধরনের অপরাধে অভিযুক্ত। দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস। ওই দলের ২৩জন সাংসদ-বিধায়কের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা চলছে। টিডিপি ও আপের যথাক্রমে ১৭ এবং ১৩ জনের বিরুদ্ধে মামলা রয়েছে। তৃণমূলের ১০জন এমপি-এমএলএ-র বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে মামলা বিচারাধীন। বিহারের আরজেডির পাঁচ সাংসদ এই ধরনের মামলায় অভিযুক্ত।