মুম্বই: ‘ভোট চুরি’ নিয়ে রাহুল গান্ধীর “হাইড্রোজেন বোমা”র মতই বিরাট যবনিকা উন্মোচন করতে পারে মহারাষ্ট্রের উদ্ভব সেনা। বৃহস্পতিবার একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে এমনটাই ইঙ্গিত দিলেন উদ্ভব-পুত্র আদিত্য ঠাকরে (Aditya Thackeray)। মহারাষ্ট্র নির্বাচনে ভোট চুরি নিয়ে একাধিকবার সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।
এবার একই সুরে শিবসেনা (UBT) নেতা আদিত্য বললেন, গত বছর ভোটার তালিকায় আচমকা নাম বৃদ্ধির বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম। সেইসঙ্গে বুথ-ভিত্তিক নামের ক্ষেত্রেও গড়মিল ছিল বলে উল্লেখ করা হয়েছিল। এই বিষয় নিয়ে খুব শীঘ্রই আমরা সাংবাদিক বৈঠক ডাকব। মহারাষ্ট্রে ভোটার তালিকায় কারচুপি নিয়ে যে অভিযোগ কড়া হচ্ছে, তার যবনিকা কবে উন্মোচিত হবে জিজ্ঞেস করা হলে উদ্ভব-পুত্র বলেন, “এখনই সার্জিক্যাল স্ট্রাইকের (Surgical Strike) দিনক্ষণ জানানো হবে না”।
রাহুলের ‘ভোট-চুরি’ অভিযোগ
উল্লেখ্য, একাধিক রাজ্যে আসন্ন নির্বাচনের আবহে বিজেপি (BJP) এবং নির্বাচন কমিশনের (EC) বিরুদ্ধে ভোট চুরির অভিযোগে তোপ দেগে আসছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিহারের ভোটার অধিকার যাত্রা থেকে “হাইড্রোজেন বোমা” ফাটানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি।
সম্প্রতি সেই ‘বিস্ফোরণ’ না হলেও একটি সাংবাদিক বৈঠকে কর্ণাটকের অলন্দ এবং মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে প্রমাণ পেশ করেন রাহুল। তিনি দাবি করেন, কর্ণাটকের অলন্দ বিধানসভা কেন্দ্র থেকে প্রায় ৬০১৮ জন ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল। সেইসঙ্গে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে প্রায় সাড়ে ৬ হাজার ভুয়ো নাম যুক্ত কড়া হয়েছিল বলে দাবি করেন রাহুল।
২০২৪ লোকসভা নির্বাচনে এইভাবেই ‘ভোটার তালিকায় সংযোজন ও বিয়োজন করে জালিয়াতির মাধ্যমে’ ক্ষমতায় এসেছে বিজেপি বলে তোপ দেগেছেন তিনি। সম্প্রতি সাংবাদিক বৈঠকে সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বিঁধে বিজেপিকে ভোট চুরিতে সাহায্য করেছেন বলে কটাক্ষ করেন রাহুল। যদিও, রাহুলের সব অভিযোগ খারিজ করে দিয়েছে বিজেপি এবং নির্বাচন কমিশন।
মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে কারচুপির অভিযোগ
রাহুল দাবি করেছিলেন, বিজেপি মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন এবং ফলাফলকে ব্যর্থ করার জন্য পাঁচ ধাপের একটি বিস্তারিত প্রক্রিয়া ব্যবহার করেছে। নিজের উপ-সম্পাদকীয়তে রাহুল দাবি করেন, কেন্দ্রে জয়লাভের জন্য নরেন্দ্র মোদী সরকার ২০২৩ সালে নির্বাচন কমিশনার নিয়োগের জন্য সংশোধিত আইন আনে।
প্রসঙ্গত, সামনেই মুম্বইয়ের সিভিক নির্বাচন। আসন্ন নির্বাচনকে মাথায় রেখে আদিত্য ঠাকরে (Aditya Thackeray) হুঁশিয়ারি দিয়েছেন যে খুব শীঘ্রই তাঁর দল নির্বাচন কমিশনের জালিয়াতি ফাঁস করবেন।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
