Sunday, December 7, 2025
HomeBharatঅসুস্থতার মাঝে নববধূর বেশে ক্যামেরাবন্দী হিনা

অসুস্থতার মাঝে নববধূর বেশে ক্যামেরাবন্দী হিনা

- Advertisement -

অভিনয় থেকে ব্যক্তিগত জীবন সব নিয়ে বেশ ভালোই চলছিল বলি অভিনেত্রী হিনা খানের (Hina Khan) জীবন। কিন্তু চলতি বছরে জুন মাসে হঠাৎই তাঁর জীবনধারায় ঘটে ছন্দপতন। সেসময় অভিনেত্রী জানতে পারেন তিনি স্তন ক্যানসারে তৃতীয় পর্যায়ে আক্রান্ত। ব্যাস, তারপর থেকেই মারণরোগের সঙ্গে লড়াই শুরু হয় জনপ্রিয় বলি অভিনেত্রীর। সম্প্রতি হিনা খানকে দেখা গেল লাল রঙের লেহেঙ্গা চোলিতে।

যা দেখে অভিনেত্রীর দিক থেকে চোখ ফেরাতে পারছেন না নেটিজেনরা। ক্যানসার আক্রান্ত হওয়ার পর নিজের মাথার সমস্ত চুল কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন হিনা। কিন্তু শত বাঁধা সত্ত্বেও কাজ বন্ধ রাখেননি তিনি। এবার পরচুলা পরে সুন্দর করে সেজে ফোটোশুট করলেন অভিনেত্রী। এবার মার্জার সরণিতে নববধূর বেশে হাঁটলেন হিনা খান। এদিন লাল রঙের লেহঙ্গা চোলি পড়ে মাথায় লাল ঘোমটা দিয়েছিলেন।

   

সেইসঙ্গে তাঁর গায়ে ছিল মানানসই গয়না। তবে এসবের সাজগোজের মধ্যে সব থেকে বেশি নজর কেড়েছে অভিনেত্রীর হাসি ও উজ্জ্বল মুখ। এই ফ্যাশন শোয়ের প্রস্তুতি পর্বের ভিডিয়ো নিজের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন হিনা খান। এই ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “আমার বাবা বলতেন, সব সময়ে মনের জোর রাখবে। বেশি কান্নাকাটি করবে না।

নিজের সমস্যার কথা খুব বড় করে দেখানোর মধ্যে কোনও কৃতিত্ব নেই। নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতেই। এই জন্যই আমি ফলাফল নিয়ে ভয় পাওয়া বন্ধ করে দিয়েছি। আমার নিয়ন্ত্রণে যা আছে, সেটুকুই আমি করতে পারব। বাকি আমি আল্লাহ-র উপর ছেড়ে দিয়েছি। ঈশ্বর আমাদের চেষ্টা দেখেন, প্রার্থনা শোনেন। সত্যিই এই লড়াই সহজ ছিল না। কিন্তু আমি জানতাম, থামলে চলবে না।”

এই ভিডিয়োটি দেখার পর অনেকেই অভিনেত্রীর প্রশংসা করেছেন। সেইসঙ্গে এক অনুরাগী লিখেছেন, “হিনা, সত্যিই আপনার মনের জোর দেখার মতো।” প্রসঙ্গত, মারণরোগে আক্রান্ত হওয়ার পর নিজের লড়াইয়ের চিত্র মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন অভিনেত্রী। এমন জীবনমরণ লড়াইয়ে হার না মেনে কীভাবে হাসিখুশি ভাবে প্রত্যেকটা দিন কাটানো যায় দিনদিন তারই প্রতিচ্ছবি হয়ে উঠছেন হিনা। এমনকি অনেকের অনুপ্রেরণাও হয়ে উঠছেন তিনি। তিনি বুঝিয়ে দিচ্ছেন যাই হয়ে যাক না কেন ক্যানসার কখনওই তাঁর মনোবল ভাঙতে পারবে না।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular