‘অসুর শক্তিকে বিনাশ করতেই ধ্যানে মোদী’, প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ কংগ্রেস নেতা

আজ ৩০মে সন্ধেবেলা থেকে ধ্যানে বসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। কন্যাকুমারীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ধ্যান চলবে টানা ৩ দিন ধরে। এদিকে…

আজ ৩০মে সন্ধেবেলা থেকে ধ্যানে বসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। কন্যাকুমারীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ধ্যান চলবে টানা ৩ দিন ধরে। এদিকে মোদীর এই ধ্যানে বসা নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে রয়েছে। কিন্তু এবার প্রাক্তন কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণাম (Acharya Pramod Krishnam)।

Advertisements

২০২৪ সালের লোকসভা ভোট প্রসঙ্গে এই কংগ্রেস নেতা জানান, ‘২০২৪ সালের লোকসভা নির্বাচন একটা ধর্মযুদ্ধ। এক তরফে কিছু মানুষ ধর্মের সঙ্গে থাকতে চান, আবার অপর অংশের কিছু মানুষ ধর্মকে মুছে ফেলতে চেয়েছে।’ এরপরেই কংগ্রেস নেতা বলেন, ‘অসুর শক্তির সঙ্গে লড়াই করতে, বিনাশ করতে এক আধ্যাত্মিক শক্তির জরুরি হয়। আমার মনে হয় এই আধ্যাত্মিক শক্তি অর্জনের জন্য প্রধানমন্ত্রী মোদী স্বামী বিবেকানন্দের কাছে যাচ্ছেন। এটি আধ্যাত্মিক জাগরণ এবং বিশ্বাসের বিষয়। যাঁদের ভ্যাটিকান এবং বিদেশে আস্থা রয়েছে, তারা এটা বুঝতে পারবে না এবং সে কারণেই তারা প্রধানমন্ত্রী মোদীর বিরোধিতা করছে।’

   

এদিকে মোদীর এই ধ্যানে বসা নিয়ে বুধবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস। কংগ্রেসের দাবি, ‘মোদীর এই কাজ আদর্শ আচরণবিধির লঙ্ঘন।’ দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে বৈঠকের পর কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমরা নির্বাচন কমিশনকে বলেছি, ৪৮ ঘণ্টার নীরবতার সময় কাউকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচার করতে দেওয়া উচিত নয়।”