Sonia Gandhi : ২০২০ সালের পর থেকে বাড়ি ভাড়া মেটাননি সোনিয়া

Sonia Gandhi

নিজের বাড়ি ভাড়া দেননি সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। এক আরটিআই – এর প্রেক্ষিতে মিলেছে এমনই তথ্য। সোনিয়া ছাড়াও কংগ্রেসের একাধিক নেতা বাড়ি ভাড়া মেটাননি বলে খবর সংবাদমাধ্যম সূত্রে। 

আরটিআই করেছিলেন সুজিত প্যাটেল নামের এক ব্যক্তি। তাঁর করা আরটিআই জবাব এসেছে প্রকাশ্যে। কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সহ দলের অনেকেই ভাড়ার টাকা এখনও দেননি বলে রিপোর্টে প্রকাশ। 

   

আরটিআই-এর উত্তরে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে বলা হয়েছে যে আকবর রোডে কংগ্রেসের সদর দফতরের ১২ লক্ষ ৬৯ হাজার ৯০২ টাকা ভাড়া এখনও বকেয়া রয়েছে । শেষবার ২০১২ সালের ডিসেম্বরে ভাড়া দেওয়া হয়েছিল।

একইভাবে, ১০ জনপথ রোডে সোনিয়া গান্ধীর বাসভবনের ৪ হাজার ৬১০ টাকা এর ভাড়া বাকি রয়েছে। ২০২০ সালের পর থেকে সোনিয়া আর ভাড়া দেননি বলে আরটিআই উত্তরের জানানো হয়েছে। 

সোনিয়া গান্ধীকে কটাক্ষ করে বিজেপির তাজিন্দর পাল সিং বাগ্গা অভিযোগ করেন যে তিনি ( সোনিয়া গান্ধী) কেলেঙ্কারী করতে পারছেন না বলে ভাড়া দিতে পারছেন না। বিজেপি নেতার মতে, ‘নির্বাচনে হেরে যাওয়ার পর সোনিয়া গান্ধীজি তার ভাড়া দিতে পারছেন না। কারণ তিনি এখন কোনো দুর্নীতি করতে পারছেন না। একজন মানুষ হিসেবে ওনার পাশে থাকা আমার কর্তব্য। একটা ক্যাম্পেইন চালু করেছি। সোনিয়ার অ্যাকাউন্টে ১০ টাকা পাঠিয়েছি। আশা করি অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।’

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন